গোপালগঞ্জে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০২:২৫ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৭ PM
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাধ্যমিক বিদ্যালয়গুলোতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ করা হয়েছে। একইসঙ্গে ফার্স্ট এইড বক্স, বিপি মেশিন ও ওয়েট মেশিনও বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এসব বিতরণ করা হয়।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এসব বই, বক্স ও মেশিন বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন তালুকদার, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে বক্তব্য রাখেন।
আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠান শেষে কোটালীপাড়া উপজেলার ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।