শাহজালাল বিশ্ববিদ্যালয়ে স্বপ্নোত্থান বইমেলা মঙ্গলবার শুরু

২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০০ PM

© টিডিসি ফটো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘স্বপ্নোত্থান বইমেলা-২০১৮’। বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থান চ্যারিটি ফান্ড সংগ্রহের উদ্দেশ্যে এ বইমেলার আয়োজন করছে। ১২ দিনব্যাপী বইমেলা চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত।

সোমবার বিকেল সাড়ে তিনটায় শাবি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব তথ্য জানান সংগঠনের সাধারণ সম্পাদক রিজওয়ান পলাশ।
লিখিত ‍বক্তব্যে তিনি বলেন, বইমেলা শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এবং শুক্রবার বিকেল ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলা থেকে উপার্জিত অর্থের পুরোটাই খরচ করা হবে চ্যারিটির জন্য।

এবারের বইমেলায় রোদেলা, সময় প্রকাশন, তাম্রলিপি, অনন্যা, আগামী প্রকাশনী, জয়তি, ঐতিহ্য, সন্দেশ, অন্বেষা, বিদ্যাপ্রকাশ, ইত্যাদি গ্রন্থপ্রকাশ, পার্ল পাবলিকেশন, পাললিক সৌরভ, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড এবং শিখা প্রকাশনীর বই থাকবে। এছাড়া একুশে বইমেলাতে প্রকাশিত নতুন সব বইসহ উল্লেখযোগ্য বইগুলো পাওয়া যাবে। সব বইয়ের উপর সর্বোচ্চ ২৫% পর্যন্ত মূল্য ছাড় থাকবে।

তিনি আরও বলেন, নানা ধরনের স্বেচ্ছাসেবী কাজের মধ্য দিয়ে অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ২০০৭ সাল থেকে কাজ করে যাচ্ছে স্বপ্নোত্থান। এরই ধারাবাহিকতায় ‘স্বপ্নোত্থান’-এর এটি এককভাবে প্রথম বইমেলা এবং যৌথভাবে ৩য় বইমেলা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মাইনুল রায়হান, আল ফয়সল অনিক, সাবেক সাধারণ সম্পাদক মেহেদী কবীর, সাংগঠনিক সম্পাদক এস এম নাঈমুল হাসান, ছোটমনি নিবাসের সমন্বয়ক সুমাইয়া আলম চৌধুরী, কোষাধ্যক্ষ দীপা চক্রবর্তী প্রমুখ।

জনগণের একটি টাকার ওপরেও আমরা হাত বসাবো না: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাউফলে ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে বাংলাদেশ আউট, ইন স্কটল্যান্ড
  • ২৪ জানুয়ারি ২০২৬
নিমিষেই গলবে পেটের চর্বি, জেনে নিন বিশেষ পানীয় তৈরির উপায়
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে য…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ময়লা-পানি, ডিম নিক্ষেপ নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৪ জানুয়ারি ২০২৬