সশরীরে পরীক্ষার দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সশরীরে পরীক্ষার দাবিতে বেরোবি শিক্ষার্থীদের মানববন্ধন
সশরীরে পরীক্ষার দাবিতে বেরোবি শিক্ষার্থীদের মানববন্ধন  © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্ট রাইটস ফোরাম’ ও কাঞ্চন। আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন করেন তারা।

গতকাল বুধবার অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এই মানববন্ধন করেন শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন ‘স্টুডেন্ট রাইটস ফোরা ‘। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবীর সাথে সম্মতি জ্ঞাপন করে কয়েকজন শিক্ষক মানববন্ধনে অংশগ্রহণ করেন।  

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাবুল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে একাত্বতা ঘোষণা করে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মাহমুদুল হক। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, স্টুডেন্ট রাইটস ফোরামের উপদেষ্টা পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক আহমেদ বায়েজিদ, সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক জান্নাতুন্নাহার তুলি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মারুফ ভুঁইয়াসহ আরও অনেকে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তকে ভিত্তিহীন এবং অযৌক্তিক দাবী করে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তা একেবারেই অযৌক্তিক এবং ভিত্তিহীন। যখন প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সিদ্ধান্ত হয়ে গেছে সশরীরে পরীক্ষা নেওয়ার সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বক্র পথে চলছে। এই বক্র পথে চলাতে আমাদের ক্ষোভ ও দুঃখ রয়েছে।

তারা বলেন, প্রান্তিক একটি বিশ্ববিদ্যালয় হিসেবে এখানকার শিক্ষার্থীদের বেশিরভাগই গ্রামে বাস করে। বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের সেই সামর্থ্য নেই অনলাইনে ক্লাস এবং পরীক্ষা দেওয়ার। অনেক শিক্ষার্থী রয়েছে যাদের কথা বলার মতো একটি ভালো ফোন নেই তারা অনলাইনে পরীক্ষা দেবে কেমনে? নেট কিনে অনলাইনে ভালোমতো ক্লাস করতে পারে না, তারা অনলাইনে তিন ঘন্টা থেকে পরীক্ষা দেবে কিভাবে? অন্য বিশ্ববিদ্যালয়গুলো যখন সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল সেসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে অনলাইনে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিল। এটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এসময় মানববন্ধন থেকে তারা অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে স্বাস্থ্যবিধি মেনে দ্রুত অফলাইনে পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করতে দাবি জানান।

রিলেটেড সংবাদ: 

সশরীরে পরীক্ষা নেওয়ার অনুরোধ বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের

বেরোবিতে আবারও টাঙানো হয়েছে উপাচার্যের হাজিরা খাতা


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence