ক্যান্সারে রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপকের মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মদন মোহন দে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মদন মোহন দে   © ফাইল ফটো

ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মদন মোহন দে মৃত্যুবরণ করেছেন। ১৯ এপ্রিল ২০২৩ বুধবার আনুমানিক বিকেল ৫.১৫ মিনিটে রাজশাহীর তালাইমারিস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন। পরিবার সূত্রে জানা গেছে একবছর যাবৎ লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি।

আরো পড়ুন: ঈদ সবার মাঝে মানবিক মূল্যবোধ জাগ্রত করে: ঢাবি ভিসি

অবসরপ্রাপ্ত এ অধ্যাপকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর।

হিসাববিজ্ঞান শিক্ষায় ড. মদন মোহন দের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, ড. মদন মোহন দে ১৯৭৬ সালের ২৪ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন এবং ২০১৭ সালের ৩০ জুন অবসরে যান। দুই সন্তান দেশে আসার পরই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence