আহতদের যেভাবে উদ্ধার করে তিন বন্ধু
তিন বন্ধু- আরমান খান মোস্তফা, সাজ্জাদ হোসেন নাফি ও প্রলয় হাওলাদার। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সোমবার বিমান দুর্ঘটনার দিন ক্লাসের পর ক্যান্টিনের পাশে আড্ডায় মেতেছিল। তিন বন্ধুর খুনসুটিময় আড্ডার মাঝে হঠাৎ বিকট শব্দ। কিছু বুঝে ওঠার আগেই দেখে দাউ দাউ করে জ্বলছে আগুন। তখনো জানতো না বিমান বিধ্বস্ত হয়েছে। আগুনের সঙ্গে শুরু হয় চিৎকার। তারা এগিয়ে যেতেই দেখে ছোট ছোট শিক্ষার্থীরা ছুটছে। অধিকাংশরই শরীরের বিভিন্ন অংশ পোড়া। সোমবারের সেই হৃদয়বিদারক ঘটনা বর্ণনা করতে যেয়ে গলা জড়িয়ে আসছিল ওদের। ঘটনার বর্ণনা দেয়ার সময় মাথার উপর দিয়ে একটা বিমান উড়ে যায়। যা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য নিয়মিত চিত্র। তবুও শঙ্কিত হয়ে ওঠে ওরা। এই আতকে ওঠার চিত্র একাধিক শিক্ষার্থীদের মাঝেই লক্ষ্য করা যায়।
- national
- ২৪ জুলাই ২০২৫ ২৩:৪৯