চুয়েটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত

২৪ জুলাই ২০২৫, ০৭:৫৯ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৯:১৪ PM
নবীনবরণ অনুষ্ঠান

নবীনবরণ অনুষ্ঠান © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ৯টায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

নবীনবরণ অনুষ্ঠানে প্রথম ধাপে পুরকৌশল, যন্ত্রকৌশল, স্থাপত্য, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, পানিসম্পদ কৌশল এবং ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এর নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় ধাপে তড়িৎ এন্ড ইলেকট্রনিক্স কৌশল, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এর নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও প্রাণচাঞ্চল্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মতিন ভূইয়া। তিনি নবীনদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়গুলো মুক্তচিন্তা বিকাশের ক্ষেত্র। বিদ্যাচর্চা ও গবেষণার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন হয়। এসব গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তি মাধ্যমে শিক্ষার্থীরা সমগ্র বিশ্বের সম্পদে পরিণত হয়। যার ফলে পৃথিবী আরো উন্নতির দিকে এগিয়ে যেতে থাকে। আমরা আমাদের দেশকে সারা বিশ্বে মধ্যে জ্ঞান-বিজ্ঞানে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের চর্চার মধ্যে দিয়ে এই দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লব ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিগত দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং সৃজনশীলতাকে গুরুত্ব দিতে হবে। একইসাথে, শিল্পপ্রতিষ্ঠান, সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়িয়ে কর্মক্ষেত্র উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। আমাদের দরকার একদল যোগ্য সৎ, দক্ষ ও দেশপ্রেমিক মেধাবী ইঞ্জিনিয়ার। এ দেশের মানুষ আজ মেধাবী নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছে। তারাই পারবে মানুষের মুখে হাসি ফোটাতে এবং আগামী দিনের উন্নত এক বাংলাদেশ গড়তে। মানুষের সেই আশা পূরণ করার জন্য নতুন প্রজন্মকে সৎ চরিত্রের অধিকারী হতে হবে। লালন করতে হবে নিঃস্বার্থ দেশপ্রেম। ইতিবাচক মানসিকতায় নিজেদেরকে প্রস্তুত করতে হবে। চিন্তা-চেতনায় বড় থাকতে হবে। আমার বিশ্বাস তোমাদের মাধ্যমেই গড়ে উঠবে উন্নত বাংলাদেশ।

কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, ছাত্রকল্যাণ পরিচালক, প্রক্টর, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ, যারা নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং ভবিষ্যৎ যাত্রার জন্য দিকনির্দেশনা দেন।

কেন্দ্রীয় সেশনের পর শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে যান, যেখানে আয়োজন করা হয় বিভাগভিত্তিক পরিচিতি ও নির্দেশনা সেশন। সেখানে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান, শিক্ষক, সিনিয়র শিক্ষার্থীরা এবং বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের নবাগত শিক্ষার্থী অর্ণব লস্কর জয় তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আজকের দিনটা আমার জন্য খুবই স্মরণীয়। এত বড় প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। যদিও অনেক গরম পড়ছে, তবুও সবকিছু ভালো লাগছে। নতুন বন্ধু হবে, নতুন জীবন শুরু হলো, সব মিলিয়ে দারুণ লাগছে।

কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের নবাগত শিক্ষার্থী উম্মে সালমা ফারিহা বলেন, আমার সবসময়ই সিএসই-তে পড়ার ইচ্ছে ছিল। আর এখানে সিএসই-তেই চান্স পেয়েছি—এই জন্য আমি খুবই খুশি। ক্যাম্পাসটা সত্যিই অসাধারণ, এতটা সুন্দর পরিবেশ কল্পনাও করিনি। এখানে এসে বুঝলাম কেন একে ‘গ্রিন হেভেন’ বলা হয়। আতিথেয়তা ছিল প্রশংসনীয়, সিনিয়র আপুরা শুরু থেকেই অনেক হেল্প করছেন। আশা করি সামনে এখানে দারুণ সময় কাটবে।

নবীন শিক্ষার্থীদের জন্য বিভাগীয় পরিচিতি, নিয়মাবলি বিষয়ক আলোচনা, ক্যাম্পাস ঘুরে দেখানো এবং সিনিয়রদের দিকনির্দেশনামূলক বক্তব্য ছিল মূল আয়োজনের অংশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নবীনদের হাতে পরিচিতিমূলক হ্যান্ডবুকও তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ২০ হাজার ১২২ জন মেধাবী শিক্ষার্থী। তাদের মধ্য থেকে কঠোর প্রতিযোগিতার মাধ্যমে মোট ৯৩১ জন শিক্ষার্থী অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ অর্জন করে।

ট্যাগ: চুয়েট
ইরানে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প
  • ১২ জানুয়ারি ২০২৬
২০২৬ সাল ‘যুদ্ধ ও ধ্বংসের’ বছর, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী
  • ১২ জানুয়ারি ২০২৬
আগামী নির্বাচনের ফলাফলে কেন 'প্রভাবক' হয়ে উঠতে পারেন সুইং ভ…
  • ১২ জানুয়ারি ২০২৬
যশোরের বিদেশি অস্ত্রসহ যুবক আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করেন না যেসব কারণে
  • ১২ জানুয়ারি ২০২৬
৬০০ টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9