কৃষি গুচ্ছ
বাদ পড়া আবেদনকারীদের টাকা ফেরত আগামী সপ্তাহে
মোবাইলে টাকা যাবে সোম-মঙ্গলবার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ০৬:৪৬ PM , আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১, ০৬:৪৬ PM
কৃষি গুচ্ছর ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদন থেকে বাদ পড়া শিক্ষার্থীরা আগামী সপ্তাহে আবেদনের ৭০০ টাকা ফেরত পাবেন। টাকা ফেরত দেয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।
তথ্যমতে, এ বছর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ৭৬ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী। এদের মধ্যে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছেন ৩৪ হাজার ৮৪৬ জন। ফলে টাকা ফেরত পাচ্ছেন ৪১ হাজার ৬৯৩ জন।
আরও পড়ুন: ভর্তি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাস ইস্যু বিবেচনা করবে ঢাবি
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী সোমবার (৩ জানুয়ারি) অথবা মঙ্গলবার (৪ জানুয়ারি) শিক্ষার্থীরা টাকা ফেরত পাবেন। ভর্তি আবেদনের সময় দেয়া নম্বরে স্বয়ংক্রিয়ভাবে এই টাকা চলে যাবে। এজন্য মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সাথে কথা বলেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।
এ প্রসঙ্গে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীদের টাকা ফেরত দেয়ার কাজ চলমান রয়েছে। আগামী সপ্তাহের শুরুর দিকেই তারা টাকা ফেরত পাবেন।
আরও পড়ুন: দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আসছে উপাচার্যদের সভায়
এর আগে গত ২৭ নভেম্বর সাতটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এ পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৬৮.৬৫ শতাংশ। চলতি মাসের ২ ডিসেম্বর এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৩৪ হাজার ৮৪৬ জন শিক্ষার্থীর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ১২ হাজার ৫০০ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ১৮২, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৩৬৪, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে দুই হাজার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৩০০, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫০০, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চার হাজার জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন।