বাকৃবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

২১ ডিসেম্বর ২০২১, ১০:৩৪ AM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

সংগঠনে গতি আনতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) রাত ১০টায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ এক সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক হতে আগ্রহী প্রার্থীদের আগামী ১০ দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত চাওয়া হয়েছে।

আরও পড়ুন: নির্যাতনে বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু, স্বামী কারাগারে

র্দীঘ ছয় বছর পর নতুন কমিটির প্রতীক্ষা শেষ হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের। দীর্ঘদিন কমিটি থাকায় নেতা-কর্মীদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ, নিয়মিত ঘটে চলেছে সংঘর্ষ ও মারামারির ঘটনা। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় রাজনীতিতে নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে সরকার দলীয় এই ছাত্র সংগঠনে। তাই কোন্দল দূর করে সংগঠনকে চাঙা করতে দ্রুত সময়ের মধ্যে নতুন নেতৃত্ব গঠনের দাবি জানিয়েছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

জানা যায়, সবুজ কাজীকে সভাপতি ও মিয়া মোহাম্মদ রুবেলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয় ২০১৬ সালের ১৭ নভেম্বর। ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন এক বছরের আংশিক ওই কমিটির অনুমোদন দেন। তার এক বছর পর অর্থাৎ ২০১৭ সালের ২২ নভেম্বর ২১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর দীর্ঘ পাঁচ বছর পেরিয়ে গেলেও নতুন কমিটি আর হয়নি।

আরও পড়ুন: মরমী কবি হাছন রাজার জন্মদিন আজ

দীর্ঘ এ সময়ে কমিটির অনেক নেতা হারিয়েছেন ছাত্রত্ব, অনেকে বিয়ে করে হয়েছেন সংসারী। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ঘটা করে বাকৃবিরই এক শিক্ষিকাকে বিয়ে করেন কমিটির সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল। এছাড়াও ২১১ সদস্যের কমিটির অধিকাংশেরই বিয়ে হয়েছে, অনেকে শুরু করেছেন চাকুরি। ফলে নেতৃত্ব শূন্যতায় ক্যাম্পাসে হচ্ছে না তেমন কোনো সাংগঠনিক কার্যক্রম।

ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, যেখানে স্নাতক-স্নাতকোত্তরই পাঁচ বছরে শেষ হয়ে যায়, সেখানে পাঁচ বছরে কমিটি না হওয়ায় বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে শাখা ছাত্রলীগের নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রমে।

দীর্ঘদিন কমিটি না হওয়ায় হতাশায় দিন পার করছে পদ প্রত্যাশী নেতাকর্মীরা। নতুন কমিটি হলে সেখানে পদের আশায় অনেকে এখন ছুটছেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা-কর্মীদের পেছনে। কেউ কেউ আবার পদের আশায় থেকে চাকরির বয়স শেষ করে অপেক্ষাই করে যাচ্ছেন। নতুন কমিটিতে পদ পাওয়ার প্রতিক্ষায় থেকে রোগাক্রান্ত হয়ে মারা গেছেন ছাত্রলীগ নেতা নুর এ আলম তপন।

এদিকে দীর্ঘদিন কমিটি না থাকায় কর্মীদের মাঝে দেখা দিয়েছে গ্রুপিং ও অভ্যন্তরীণ কোন্দল। যতটুকুই কর্মসূচী পালন করা হয়, তাও করা হয় পৃথকভাবে। এই গ্রুপিংয়ের জেরে কমিটির সদস্যদের মধ্যে নিয়মিত চলছে কথা কাটাকাটি, মারামারি ও সংঘর্ষের মতো ঘটনা।

পাঁচ বছরেও নতুন কমিটি না দেয়ায় মেয়াদোত্তীর্ণ কমিটির বিলুপ্তি চেয়েছেন বাকৃবি ছাত্রলীগের একটি অংশের পদপ্রত্যাশীরা। তারা দীর্ঘদিন ধরে বর্তমান কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিল।

আরও পড়ুন: রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু আজ

নাম প্রকাশ না করার শর্তে বাকৃবি ছাত্রলীগের পদপ্রত্যাশী বর্তমান কমিটির একাধিক নেতা-কর্মী বলেন, এক বছরের কমিটি পাঁচ বছর ধরে কোনভাবেই থাকতে পারে না। এটা ছাত্রলীগের গঠনতন্ত্র বিরোধী। ষষ্ঠ বছরে একটি কমিটি পদার্পণ করছে এটি শুনতে মোটেও আমরা প্রস্তুত নই।

কমিটি না থাকায় ছাত্রলীগের নতুন নেতৃত্ব তৈরিতে ব্যাঘাত ঘটছে জানিয়ে তারা বলেন, গত ৫ বছরে এ কমিটির বেশিরভাগ সদস্য চাকুরি ও বিয়ে করেছে। সে কারণে কমিটিতে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে। আমরা আশা করছি, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক দ্রুত এ কমিটির বিষয়ে সিদ্ধান্ত দিয়ে নতুন নেতা-কর্মী তৈরি করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।

ইউপি সচিবের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ
  • ১৯ জানুয়ারি ২০২৬
মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9