ধর্মের নামে কোনো অশান্তি বরদাশত করিনা: শেকৃবি উপাচার্য

২৪ অক্টোবর ২০২১, ০৩:৪৭ PM
শেকৃবিতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন

শেকৃবিতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন © টিডিসি ফটো

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ভাঙচুরের প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

‘সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াও, সম্প্রীতির বাংলাদেশ গড়ো’ স্লোগানে আয়োজিত এই মানববন্ধনে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, ‘আমরা আজকে যখন স্বাধীনতা পেয়েছি, দেশনেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এখন যেভাবে এগোচ্ছে- এসময় সম্প্রীতি বিনষ্ট করতে যা করা হচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ধর্মের নামে কোনো অশান্তি বরদাশত করিনা।’

এসময় শেকৃবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হয়েছিল, যেভাবে গ্রেনেড হামলা করে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা করা হয়েছিল চক্রান্তকারী গোষ্ঠী আজ সেভাবেই বাংলাদেশকেও হত্যা করার চেষ্টা করছে। এটি রাজনৈতিক চক্রান্ত, ধর্মকে কাজে লাগানো হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করবার জন্য সবসময় এই বিএনপি জামাত রাজনৈতিক গোষ্ঠী পাঁয়তারা করে আসছে।’

এসময় আরও বক্তব্য রাখেন শেকৃবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, শেকৃবি ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

সন্তানদের শিক্ষা ভাতা ১৫০০ টাকা বৃদ্ধির সুপারিশ পে-কমিশনের,…
  • ২২ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হ…
  • ২২ জানুয়ারি ২০২৬
রুয়েট ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ১৪ ভর্তিচ্ছু
  • ২২ জানুয়ারি ২০২৬
কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ শটগানের গো…
  • ২২ জানুয়ারি ২০২৬
বহিষ্কার হলেন বিএনপির আরেক নেতা দেলোয়ার হোসেন
  • ২২ জানুয়ারি ২০২৬