বন্ধ ক্যাম্পাসে ফুটবল টুর্নামেন্ট, প্রশাসনের তৎপরতায় পণ্ড

০৭ জুলাই ২০২১, ০৭:৪০ PM
শেকৃবিতে আয়োজিত টুর্নামেন্ট বন্ধ করে দিয়েছে প্রশাসন

শেকৃবিতে আয়োজিত টুর্নামেন্ট বন্ধ করে দিয়েছে প্রশাসন © ফাইল ছবি

করোনা পরিস্থিতির মধ্যেই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বন্ধ ক্যাম্পসে আয়োজন করা হয়েছিল মিনি বার ফুটবল টুর্নামেন্ট। তবে কিছুক্ষণ খেলা চললেও শেষ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আয়োজনটি বন্ধ করে দেওয়া হয়।

জানা যায়, শেকৃবির কর্মচারী ও ক্যাম্পাসে অবস্থিত বস্তিতে বসবাসকারীদের উদ্যোগে টুর্নামেন্টটি আয়োজন করা হয়। ১৬ দলের অংশগ্রহণে ওই টুর্নামেন্টের আজকে উদ্বোধনী ম্যাচ ছিল। এদিন বিকাল ৫টা থেকে টুর্নামেন্টের প্রথম ম্যাচ শুরু হয়। পরবর্তীতে বিকাল ৬টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আয়োজনটি বন্ধ করে দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, করোনায় বিশ্ববিদ্যালয়ে সাধারণের চলাচলও নাকি সীমিত। এত কড়াকড়ি সত্ত্বেও বন্ধ ক্যাম্পাসে কিভাবে একটি টুর্নামেন্ট আয়োজন হয়।

পড়ুন: কঠোর লকডাউন, বন্ধ ক্যাম্পাস- তবুও ঢাবির হলে ছাত্রলীগ নেতাকর্মীদের কেককাটা

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. হারুনুর রশিদ সুমন বলেন, খবর পাওয়া মাত্র আমরা সেখানে অভিযান চালিয়েছি। সেখান থেকে খেলার সকল সরঞ্জাম জব্দ করা হয়েছে। খোঁজ নিয়ে টুর্নামেন্ট আয়োজকদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীদের ভোগ…
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের বৈঠকে যেসব আলোচনা হতে প…
  • ২২ জানুয়ারি ২০২৬
নারী কণ্ঠে প্রতারণা করে ৭৬ লাখ টাকার সম্পদ অর্জন, বাজেয়াপ্ত…
  • ২২ জানুয়ারি ২০২৬
মাদ্রাসা প্রধানের পদ শূন্য প্রায় তিন হাজার
  • ২২ জানুয়ারি ২০২৬
ইসির তালিকায় কোন অঞ্চলে কত জন প্রার্থী, দেখুন এখানে
  • ২২ জানুয়ারি ২০২৬
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মূখ্য সমন্বয়কারী তারিকুল ই…
  • ২২ জানুয়ারি ২০২৬