বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

করোনার বন্ধে গরু-ছাগলের দখলে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ!

০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৩:২১ PM

© টিডিসি ফটো

সাড়ে বারোশো একরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একটি বড় জায়গা জুড়ে রয়েছে খেলার মাঠ। করোনা মহামারির কারণে গত মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল হল এবং একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় এসব মাঠ এখন গরু-ছাগলের দখলে। শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে এই মাঠগুলো এখন ব্যবহৃত হচ্ছে গোচারণ ভূমি হিসেবে।

জানা যায়, বাকৃবিতে কেন্দ্রীয় স্টেডিয়ামসহ ছাত্র হলগুলো সংলগ্ন মোট ৬টি খেলার মাঠ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাশের বিভিন্ন এলাকার মানুষের বিশ্ববিদ্যালয়ে অবাধে ঢোকার সুযোগ থাকায় এসব মাঠ তারা ব্যবহার করছে গোচারণ ভূমি হিসেবে। এতে মাঠে গবাদি পশুর মলমূত্র যেমন অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করছে তেমনি মাঠের চারপাশে গাছপালা খেয়ে বিশ্ববিদ্যালয়ের সবুজ পরিবেশ নষ্ট করছে। অনেক সময় এসব গরু-ছাগল হলের মধ্যেও প্রবেশ করে হলের গাছপালা নষ্ট করা সহ বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। এমনকি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তায় এসব গবাদিপশুর বিষ্ঠা পথচারীদের যাতায়তেরও সমস্যার সমষ্টি করে।

এছাড়াও জানা যায়, ক্যাম্পাস খোলা থাকলেও মাঠগুলোতে এমন গরু-ছাগলের উপদ্রব দেখা যায়। তাই খেলার মাঠগুলো সংস্কারসহ গবাদিপশুর অবাধ বিচরণ বন্ধ চেয়ে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে শিক্ষার্থীরদের।

বিশ্ববিদ্যালয়ের ভিতরে সামিউল আলম নামের এক পথচারীর সঙ্গে কথা হচ্ছিল, তিনি জানালেন, প্রতিদিন এই পথ দিয়েই আমাকে অফিসে যেতে হয়। গবাদিপশুর যত্রতত্র বিষ্ঠার কারণে পথ চলতে বেশ বিড়ম্বনায় পড়তে হয়। কখনো কখনো গরুর পাল রাস্তার মাঝে দাড়িয়ে পড়ে। তখন যানবাহন চালাতেও সমস্যা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজহারুল হক বলেন, করোনার কারণে ক্যাম্পাস ফাঁকা থাকার জন্যই মূলত তারা সুযোগ নিয়েছে। আমি নিরাপত্তা শাখার সাথে কথা বলবো। খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছি।

বিশ্বকাপ ইস্যুতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা বিসিবি সভাপতির
  • ২২ জানুয়ারি ২০২৬
নতুন পোশাকে ফ্যাসিবাদ আসলে পরিণতি ৫ আগস্টের মতো হবে: জামায়া…
  • ২২ জানুয়ারি ২০২৬
মওলানা ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা …
  • ২২ জানুয়ারি ২০২৬
দেশকে বাঁচাতে হলে ধানের শীষে ভোট দিতে হবে
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসির সমালোচনায় বিসিবি সভাপতি বুলবুল
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রতীকসহ ৩০০ আসনের প্রার্থী তালিকা দেখুন এখানে
  • ২২ জানুয়ারি ২০২৬