‘ইয়াস বাংলাদেশ কেএইউ’ এর ২০২৫–২৬ নতুন কমিটি ঘোষণা

২২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ PM
মো. হাবিবুর রহমান ও প্রমি সাহা

মো. হাবিবুর রহমান ও প্রমি সাহা © টিডিসি ফটো

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) প্রথম আন্তর্জাতিক শিক্ষার্থী সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচার অ্যান্ড রিলেটেড সাইন্স (ইয়াস) বাংলাদেশ কেএইউ- এর ২০২৫–২৬ কার্যবর্ষের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নবঘোষিত কমিটিতে লোকাল ডিরেক্টর হিসেবে মো. হাবিবুর রহমান ও হেড অব কন্ট্রোল বোর্ড হিসেবে প্রমি সাহা দায়িত্ব পেয়েছেন। 

নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— এক্সিকিউটিভ বোর্ডে ভাইস ডিরেক্টর অব কমিউনিকেশন - সাদমানুর রহমান রকি, ভাইস ডিরেক্টর অব ফাইন্যান্স- আহসান উল হক, ভাইস ডিরেক্টর অব এক্সচেঞ্জ- আসওয়াদ ইসলাম নিরব, ভাইস ডিরেক্টর অব এক্সটার্নাল রিলেশনস - হুমায়রা বিনতে হাফিজ এবং কন্ট্রোল বোর্ডে মেম্বারশিপ অফিসার- আরাফাত হোসেন সাদ, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসার - অতনু হাওলাদার।

উল্লেখ্য, ২০২২ সালে যাত্রা শুরু করা ‘ইয়াস বাংলাদেশ’ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শাখাটি মাত্র আটজন সদস্য নিয়ে কার্যক্রম শুরু করলেও বর্তমানে এটি ১৪০+ সদস্যের একটি সক্রিয় পরিবারে পরিণত হয়েছে। যাত্রা শুরুর পর থেকেই সংগঠনটি নিয়মিত বিভিন্ন সৃজনশীল, একাডেমিক ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি আয়োজন করে আসছে, যা শিক্ষার্থীদের মননশীল চর্চায় সহায়তা করার পাশাপাশি নেতৃত্ব ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

আরও পড়ুন : ঢাবির আইবিএ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বর্তমানে সংগঠনটির একাধিক সদস্য ইয়াসের ন্যাশনাল কমিটি ও ওয়ার্ল্ড কমিটিতে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। এছাড়া সংগঠনের সদস্যরা নিয়মিতভাবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার ও স্বীকৃতি অর্জন করছেন, যার মাধ্যমে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম দেশ-বিদেশে গৌরবের সঙ্গে ছড়িয়ে পড়ছে।

বিগত কমিটির লোকাল ডিরেক্টর এস এম মাহমুদুল হাসান বলেন, ‘ইয়াস বাংলাদেশ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় লোকাল কমিটি আগামী দিনে শিক্ষার্থীদের উন্নয়ন, আন্তর্জাতিক যোগাযোগ ও গবেষণা কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা। একই সঙ্গে নতুন নেতৃত্ব সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্মে পরিণত করবে বলে বিশ্বাস করি।’

সিলেটে নেই তাসকিন, নেপথ্যে কী?
  • ১২ জানুয়ারি ২০২৬
আইইএলটিএস ছাড়াই স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ লুক্সেমবার্গে, আ…
  • ১২ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ ব্যবসায়ীদের
  • ১২ জানুয়ারি ২০২৬
অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমন করতে না পারা সরকারের ব্যর্থত…
  • ১২ জানুয়ারি ২০২৬
খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে…
  • ১২ জানুয়ারি ২০২৬
মাঝপথেই বিপিএল ছাড়তে চেয়েছিলেন গুরবাজ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9