শিক্ষার্থীদের সুবিধায় ভেন্ডিং মেশিন চালু করলেন গাকৃবি ভিসি

ভেন্ডিং মেশিন উদ্বোধন
ভেন্ডিং মেশিন উদ্বোধন  © সংগৃহীত

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) স্থাপন করা হয়েছে আধুনিক ডিজিটাল ভেন্ডিং মেশিন। বুধবার বিকেল ২টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সম্মেলন কেন্দ্রে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান মেশিনটির উদ্বোধন করেন। এর মাধ্যমে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় স্মার্ট সেবা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গঠনে আরও একধাপ এগিয়ে গেল যা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দূরদর্শী নেতৃত্ব ও উন্নয়নযাত্রার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধনের পর উপাচার্য সকলকে ধন্যবাদ জানিয়ে তাঁর বক্তব্যে বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এখন আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে দেশের শীর্ষস্থানে এবং আন্তর্জাতিক পর্যায়ে গৌরবময় অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই আমাদের পরবর্তী লক্ষ্য। এই ভেন্ডিং মেশিন তারই অংশ, একটি যুগান্তকারী পদক্ষেপ, যা আমাদের স্মার্ট ক্যাম্পাস গঠনের যাত্রাকে আরও এগিয়ে নেবে। 

আগামী ১২-১৩ ডিসেম্বর গাকৃবিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে উল্লেখ করে উপাচার্য বলেন, ‘‘এ সম্মেলনে ৮টি দেশের শিক্ষাবিদ ও গবেষকর্মী অংশগ্রহণ করবেন। অন্যদিকে খুব শ্রীঘ্রই বিশ্বের ৫টি দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীরা পিএইচডি করতে আসবেন। এটি আমাদের গুণগত শিক্ষা, গবেষণা ও সুন্দর ক্যাম্পাস সংস্কৃতির স্বীকৃতি।” 

উপাচার্য ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে জানান, খুব শিগগিরই প্রতিটি হলে শিক্ষার্থীদের জন্য ভেন্ডিং মেশিন, ওয়াশিং মেশিন, ডে-কেয়ার সেন্টার এবং মেয়েদের জন্য বিউটি পার্লার স্থাপন করা হবে। 

গাকৃবির পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি  প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, পরিচালক, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলমসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে ভেন্ডিং মেশিন চালু করার ফলে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ করা গেছে। 
 


সর্বশেষ সংবাদ