টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

টাইমস হায়ার এডুকেশন 

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

ধারাবাহিক সাফল্য বজায় রেখে টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬ এ আবারও দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) প্রথম স্থান অর্জন করেছে।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত এ তালিকায় আছে দেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয়। এরমধ্যে এরমধ্যে ১৯টি সরাসরি র‍্যাঙ্কিং এবং বাকি ৯টি রিপোর্টার হিসেবে তালিকায় নাম এসেছে। তবে সবগুলোর অবস্থান ৮০০-এর পরে। 

প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয়ভাবে প্রথম এবং গবেষণা মানদণ্ডে বৈশ্বিক পর্যায়ে ৪৬১তম অবস্থানে রয়েছে যা দেশের উচ্চশিক্ষা ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানের জন্য এক যুগান্তকারী মাইলফলক । আবার এ র‍্যাঙ্কিংয়ে সার্বিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে ৮০১-১০০০তম'র গৌরবময় অবস্থানে রয়েছে গাকৃবি। শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গুণগত গবেষণা, শিল্পে সংশ্লিষ্টতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এই ৫টি ক্ষেত্রকে প্রাধান্য দিয়ে ১৩-১৮টি সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে এ র‍্যাঙ্কিং মূল্যায়ন করা হয়েছে। এবারের এ র‍্যাঙ্কিং বিশ্বের ১১৫টি দেশের ২১৯১টি প্রতিষ্ঠানের উপর করা হয়েছে। 

২০২৬ এর এ র‍্যাঙ্কিংয়ে গাকৃবিসহ বাংলাদেশের মোট ১৯টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে যার মধ্যে গাকৃবি সকল ক্ষেত্রে উৎকর্ষ সাধন করে প্রথম স্থান অর্জনে সমর্থ হয়েছে। এর আগে ২০২৫ এ টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাঙ্কিং, ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং, এশিয়া র‍্যাঙ্কিংসমূহে জাতীয়ভাবে প্রথম স্থান অর্জন এবং বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। তাছাড়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) এর ২০২৫ এ প্রযুক্তি ও উদ্ভাবনে অবদান রাখা শীর্ষ ১০০টি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গাকৃবি রয়েছে ৭৭তম স্থানে।

বিশ্ববিদ্যালয়ের এই সফল অগ্রযাত্রা সম্পর্কে গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “এই অর্জন শুধু গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়, এটা বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার এক অনন্য স্বীকৃতি। আমরা প্রমাণ করেছি সঠিক পরিকল্পনা, গবেষণাভিত্তিক শিক্ষাদান এবং আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশেও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব। এ র‍্যাঙ্কিং আমাদের ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো উত্তরোত্তর সমৃদ্ধি অর্জনে অগ্রণী ভূমিকা রাখবে। আমরা দেশের কৃষি, জীববিজ্ঞান ও উদ্ভাবনী চর্চায় বৈপ্লবিক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।”

ভাইস-চ্যান্সেলর আরো বলেন, অনন্য অর্জন গাকৃবির সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও মাঠকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টার ফসল। এ জন্য আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ।”


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence