খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

০৫ আগস্ট ২০২৫, ১০:২৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৭:২৪ PM
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষেপ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষেপ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয় © টিডিসি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে নানা আয়োজনে দিনটি উদযাপন করেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি)।  শহীদদের স্মরণ, গণআন্দোলনের চেতনা এবং শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণে মুখর ছিল পুরো আয়োজন। 

মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১-এ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি। চিত্রাঙ্কন, রক্তদান, ভিডিও প্রদর্শনী ও গ্রাফিতি প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়, যেখানে অংশ নেন উপাচার্য, ট্রেজারার, শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের মানুষ। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি স্মারক ভিডিও প্রদর্শনী এবং আন্তঃঅনুষদ জুলাই গ্রাফিতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসান স্যার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান স্যার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. রেজাউল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

খুকৃবি উপাচার্য বলেন, ‘২০২৪-এর জুলাই মাসে যে অভ্যুত্থানের সূচনা হয়েছিল, সেটির চূড়ান্ত সফলতা অর্জিত হয় ৫ আগস্ট। তার ধারাবাহিকতায় আজ এক বছর হলো আমরা স্বৈরশাসনমুক্ত হয়েছি। এই অভ্যুত্থানের মূল প্রতিপাদ্য ছিল শোষণহীন, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা। এটি এখনো বাস্তবায়িত না হলেও এর যাত্রা প্রক্রিয়াধীন। তার জন্য এখনো অনেক কাজ বাকি আছে। আমরা আশা করব বর্তমান সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ সবাই মিলে সে আকাঙ্ক্ষা পরিপূর্ণ করার জন্য যথাযথ বাস্তব পদক্ষেপ গ্রহণ করবেন। তবেই জুলাই অভ্যুত্থানে যারা আত্মোৎসর্গ করেছেন তাদের রুহ শান্তি পাবে।’

ট্রেজারার তার বক্তব্যে বলেন, ‘৫ আগস্টের আজ এক বছর পূর্তি। আমি সশ্রদ্ধচিত্তে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা ও সালাম জানাচ্ছি এবং আহতদের সুস্থতা কামনা করছি। আজকের এই দিনে ২৪-এর বিজয়ী সকলকে, বিশেষ করে খুকৃবি পরিবারের বিজয়ীদের জানাই লাল সালাম ও অভিনন্দন।’

আন্তঃঅনুষদীয় জুলাই গ্রাফিতি প্রতিযোগিতায় সকল অনুষদ হতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। প্রথম কৃষি অনুষদ, দ্বিতীয় ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ এবং কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সর্বশেষ দোয়া ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি শেষ হয়।

 

ব্র্যাক নিয়োগ দেবে ফিল্ড ফ্যাসিলিটেটর, আবেদন শেষ ২১ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবিতে আওয়ামীপন্থি সাবেক প্রক্টর বিভাগের চেয়ারম্যান হওয়ায় শ…
  • ১১ জানুয়ারি ২০২৬
সেঞ্চুরি মিস হৃদয়ের, চ্যালেঞ্জিং পুঁজি রংপুরের
  • ১১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় অর্ধশতাধিক মাদ্রাসা শিক্ষার্থীসহ পাঁচ গুণী শিক্ষকক…
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি আবেদন শুরু ১৪ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9