বাকৃবিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্মার্ট কৃষি নিয়ে বৈজ্ঞানিক আয়োজন

ইয়াস এশিয়া প্যাসিফিক সায়েন্টিফিক ইভেন্ট-২০২৫
ইয়াস এশিয়া প্যাসিফিক সায়েন্টিফিক ইভেন্ট-২০২৫  © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে ইয়াস এশিয়া প্যাসিফিক সায়েন্টিফিক ইভেন্ট-২০২৫। ‘স্মার্ট কৃষি অনুশীলনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন প্রশমন’- প্রতিপাদ্যকে সামনে রেখে এই বৈজ্ঞানিক ইভেন্টের আয়োজন করে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন অ্যাগ্রিকালচার অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (ইয়াস বাংলাদেশ)- এর বাকৃবি শাখা। ৩০ মে (শুক্রবার) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই বৈজ্ঞানিক আয়োজন অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে আয়োজিত টেকনিক্যাল সেশনে জলবায়ু পরিবর্তন, কৃষি, পরিবেশ ও গবেষণা বিষয়ক পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। টেকনিক্যাল সেশনে মূল বক্তব্য উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক এবং ইয়াস বাংলাদেশ বাকৃবি শাখার প্রধান উপদেষ্টা ড. এম. জুলফিকার রহমান।

জলবায়ু পরিবর্তন এবং স্মার্ট কৃষি বিষয়ক গবেষণার মৌলিক ধারণা, বিভিন্ন ধরনের গবেষণা পদ্ধতি এবং গবেষণার ফলাফল কীভাবে সঠিকভাবে উপস্থাপন করতে হয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন অধ্যাপক ড. এম. জুলফিকার রহমান। এ সময় ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচারের বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার হলো এমন একটি কৃষি পদ্ধতি এবং প্রযুক্তির একটি সেট যা একই সাথে উৎপাদনশীলতা বাড়ায় ও গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে সাহায্য করে। এ ছাড়াও ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার নিয়ে গবেষণা, এর গুরুত্ব ও প্রভাব নিয়ে আলোচনা করেন তিনি। 

এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. হারুনুর রশিদ, যিনি বাংলাদেশের টেকসই মৎস্যচাষে জলবায়ু পরিবর্তন মোকাবেলার কৌশল নিয়ে কথা বলেন। এগ্রোফরেস্ট্রি ও কার্বন ধারণ বিষয়ে আলোচনা করেন এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম। ধান চাষ ব্যবস্থায় গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস এবং মৃত্তিকায় কার্বন ধারণ নিয়ে আলোচনা করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. মোফিজুর রহমান জাহাঙ্গীর। এ ছাড়াও চরম জলবায়ুগত ঘটনাসমূহ ও স্মার্ট পদ্ধতিতে প্রতিকারমূলক কৌশল নিয়ে বক্তব্য দেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখ। প্রতিটি বিষয়ে আলোচনা শেষে মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।

টেকনিক্যাল সেশন শেষে পোস্টার উপস্থাপনা পর্ব অনুষ্ঠিত হয় যেখানে মোট ১৯ টি পোস্টার উপস্থাপনা করা হয়। এরপর তাৎক্ষণিক পোস্টার তৈরি ও উপস্থাপনা পর্ব অনুষ্ঠিত হয়। এই পর্বে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে স্মার্ট কৃষির নানা ধারণা পোস্টারের মাধ্যমে উপস্থাপন করেন। অংশগ্রহণকারী চারটি দলের মধ্যে সেরা পোস্টার উপস্থাপনকারী দল ‘টিম অগ্রযাত্রা’কে পুরস্কৃত করা হয়। এ ছাড়া দুটি পর্বেই অংশগ্রহণকারী সকলকে সনদপত্র প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence