শেকৃবিতে কৃষিবিদদের অধিকার রক্ষা ও কৃষি ডিপ্লোমাদের অযৌক্তিক দাবির প্রতিবাদে মানববন্ধন

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

কৃষিবিদদের অধিকার রক্ষা ও ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে ৫ দফা দাবি নিয়ে “কৃষিবিদ ঐক্য পরিষদ” শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রথম ফটকের সামনে মানববন্ধন করেছে। আজ রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে মানববন্ধন এবং দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধন কালে শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীরা ৮ দফা দাবি নিয়ে কিছুদিন ধরে আন্দোলন করছে। তাদের ৮ দফা দাবির মধ্যে কয়েকটা আমাদের কাছে অযৌক্তিক মনে হয়েছে, যা আমাদের কৃষিবিদদের অধিকারের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই তাদের অযৌক্তিক দাবির প্রেক্ষিতে আমরা ৫ দফা মানববন্ধন করছি এবং কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। তবে ডিপ্লোমাদের যৌক্তিক দাবিগুলোর সাথে আমরা ওদের পাশে থাকবো।

এসময় উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় সদস্য আসিক আহম্মেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সভাপতি আহমেদুল কবির তাপস, সাধারণ সম্পাদক আলমগীর কবির, শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাইম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসাদুল্লাহ, সদস্য সচিব আল রাকিব সহ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

৫ দফা দাবি হচ্ছে— 
১. প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম ছাড়া কোনোভাবেই পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ রাখা যাবে না।
২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না এবং ১০ম গ্রেডের পোস্টসমূহ গেজেটের আওতার বাইরে প্রচলিত কাঠামোতেই রাখতে হবে।
৩. ১০ম গ্রেডের (উপসহকারী কৃষি কর্মকর্তা/ সমমান) চাকরিতে বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত করতে হবে।
৪. কৃষি / কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে “কৃষিবিদ” প্রত্যয় ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
৫. কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর) এর অধীনেই রাখতে হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence