গাজায় গণহত্যার প্রতিবাদে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও মানববন্ধন 

০৭ এপ্রিল ২০২৫, ০৬:২৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৩৯ PM

© টিডিসি ফটো

ফিলিস্তিনে ইসরাইলের নির্মম হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) কর্মবিরতি, প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এর আগে আজ সোমবার (৭ এপ্রিল) গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিল সভাকক্ষে প্রো-ভিসি, ট্রেজারার, সকল ডিন, গ্রেড-১ অধ্যাপক ও পরিচালকদের সাথে এক আলোচনায় এসব কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভার সিদ্ধান্ত মোতাবেক আজ সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কর্মবিরতি পালন এবং দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কৃষি অনুষদ ভবনের নিচে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়, হাইস্কুল ও প্রাইমারি স্কুলের শিক্ষার্থী-শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকবৃন্দ।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা নানান প্ল্যাকার্ডে ফিলিস্তিনের পক্ষে ও ইসরাইলের বিপক্ষে স্লোগান দেন। র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনার শুরুতে ভাইস-চ্যান্সেলর সাম্প্রতিক সময়ে ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনে শহীদ হওয়া সকল মুসলিম শিশু ও নর-নারীর বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন। 

সমাপনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ইসরাইল যে বর্বরোচিত হামলার মাধ্যমে আমাদের নারী, শিশু এবং মুসলিম ভাই-বোনদের হত্যা করছে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। ইসরাইল কোনো রাষ্ট্র নয় বরং তারা একটি পথভ্রষ্ট সন্ত্রাসী সংগঠন বলেও উপাচার্য গভীর ক্ষোভ প্রকাশ করেন। বক্তৃতায় উপাচার্য মুসলিম বিশ্ব তথা সারাবিশ্বকে এক হয়ে মানবিক কারণে এ গণহত্যার বিচার নিশ্চিতপূর্বক ইসরাইলের সকল পণ্য বয়কট ও তাদের দোসরদের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। 

এ সময় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে তাদের আর্থিক সাহায্য করতে উপস্থিত সকলের প্রতি বিশেষ আহ্বান জানান। সংগৃহীত অর্থ বাংলাদেশ সরকারের সহায়তায় বাংলাদেশে অবস্থিত ফিলিস্তিনি দূতাবাসের মাধ্যমে পাঠানো হবে বলেও উপাচার্য তার বক্তৃতায় উল্লেখ করেন। 

মানববন্ধনে গাকৃবির প্রো- ভিসি, ট্রেজারার, অনুষদীয় ডিন, পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি, রেজিস্ট্রার ও শিক্ষার্থীবৃন্দ ফিলিস্তিনের পক্ষে বক্তব্য প্রদান করেন। এছাড়াও ফিলিস্তিনিদের জন্য বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়।

বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কারিগরি শিক্ষায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ড. …
  • ২৮ জানুয়ারি ২০২৬
স্বাধীনতাবিরোধী দল ধোঁকা দিয়ে ভোট নিয়ে উন্নয়নকে ব্যাহত করছ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্টে টানা দ্বিতীয়বার সেরা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভাতা নয়, কর্মসংস্থানই যুবসমাজের প্রকৃত মুক্তি: ড. ব্যারিস্ট…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভয়ভীতি ও সন্ত্রাস দিয়ে দাড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না: প্র…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage