বাকৃবিতে রিকশা ও অটোর ভাড়া নির্ধারণ, শিক্ষার্থীদের স্বস্তি

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রিকশা ও অটোর ভাড়া নির্ধারণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রিকশা ও অটোর ভাড়া নির্ধারণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলাচলকারী রিকশা ও অটোর ভাড়া নির্ধারণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া চাওয়া, অনিয়ম ইত্যাদি অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রিকশা ও অটোর ভাড়া নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক বিভাগ। নতুন তালিকা অনুযায়ী, ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে নির্দিষ্ট গন্তব্যে রিকশা ভাড়া ১০ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এবং অটো ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক ও সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের কেআর মার্কেট থেকে প্রশাসনিক ভবন, টিএসসি, হেলথ কেয়ার সেন্টার, করিম ভবন, ঈশা খাঁ হল, শহীদ জামাল হোসেন হল, শেষ মোড়, শহীদ নাজমুল আহসান হল, আশরাফুল হক হল, শহীদ শামসুল হক হল, কৃষি সম্প্রসারণ ভবন পর্যন্ত রিকশা ভাড়া ১০ টাকা এবং অটো ভাড়া ৫ টাকা। কেআর মার্কেট থেকে শাহজালাল হল পর্যন্ত রিকশা ভাড়া ১৫ টাকা এবং ফজলুল হক হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, বঙ্গবন্ধু শেখ মুজিব হল পর্যন্ত রিকশা ভাড়া ২০ টাকা।

আরও পড়ুন: জাবিতে কর্মকর্তা-কর্মচারীদের পূর্বঘোষিত কর্মবিরতি স্থগিত ঘোষণা

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের করিম ভবন থেকে শহীদ জামাল হোসেন হল, শাহজালাল হল, শহীদ শামসুল হক হল, আশরাফুল হক হল, শহীদ নাজমুল আহসান হল পর্যন্ত রিকশা ভাড়া ১০ টাকা এবং ফজলুল হক হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, বঙ্গবন্ধু শেখ মুজিব হল পর্যন্ত রিকশা ভাড়া ২০ টাকা।

জব্বারের মোড় হতে ফজলুল হক হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, বঙ্গবন্ধু শেখ মুজিব হল, টিএসসি, প্রশাসনিক ভবন, সুলতানা রাজিয়া হল, তাপসী রাবেয়া হল, জুলাই ৩৬ হল, কৃষিকন্যা হল, বেগম রোকেয়া হল, কেআর. মার্কেট, করিম ভবন, শহীদ নাজমুল আহসান হল, শহীদ শামসুল হক হল, শাহজালাল হল, আশরাফুল হক হল পর্যন্ত রিকশা ভাড়া ১০ টাকা এবং অটো ভাড়া ৫ টাকা। জব্বারের মোড় হতে ঈশা খাঁ হল, শহীদ জামাল হোসেন হল, শেষ মোড়, অ্যাগ্রোনমি ফিল্ড/ফার্ম, হর্টিকালচার ফার্ম পর্যন্ত রিকশা ভাড়া ১৫ টাকা এবং ডেয়রি ফার্ম ও পোল্ট্রি ফার্ম পর্যন্ত রিকশা ভাড়া ২০ টাকা।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাথমিক আবেদন শেষ হচ্ছে আজ

বিশ্ববিদ্যালয়ের টিএসসি/প্রশাসনিক ভবন সামনে থেকে করিম ভবন, ফজলুল হক হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, বঙ্গবন্ধু শেখ মুজিব হল পর্যন্ত রিকশা ভাড়া ১০ টাকা এবং শেষ মোড় পর্যন্ত রিকশা ভাড়া ১৫ টাকা এবং অটো ভাড়া ৫ টাকা।

প্রাকৃতিক প্রতিকূলতায় এ ভাড়ার তারতম্য হতে পারে, বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রশাসন কর্তৃক এমন পদক্ষেপ নেওয়ায় স্বস্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী আশিক পাল বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। এটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবহনব্যবস্থাকে আরও শৃঙ্খলিত করতে সহায়ক হবে বলে আমি মনে করি। এখন আর আগের মতো ভোগান্তি পোহাতে হবে না। তবে এ ভাড়া ঠিকমতো নেওয়া হচ্ছে কি, বা অতিরিক্ত নেওয়া হচ্ছে কিনা তাও নজরে রাখা দরকার।’

আরও পড়ুন: আ.লীগের লিফলেট বিতরণ করা সেই বিসিএস ক্যাডারের কর্মকর্তা কারাগারে

এ বিষয়ে সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, ‘রিকশা এবং অটো ভাড়া নিয়ে শিক্ষার্থী এবং চালকদের মধ্যে প্রায়ই বাগবিতণ্ডা হয়। ভাড়া নিয়ে বেশ কিছু অপ্রীতিকর ঘটনারও  ঘটেছে। অনেক সময় ১০ টাকার ভাড়া ১৫-২০ টাকা চেয়ে থাকে রিকশা ও অটোচালকরা। এসব সমস্যা থেকে পরিত্রাণের জন্য শিক্ষার্থী, কয়েকজন রিকশাচালক মালিক সমিতির সঙ্গে আলোচনা করে এই ভাড়ার চার্ট তৈরি করা হয়েছে। তবে শিক্ষার্থীদের বলব, অটো বা রিকশায় ওঠার আগে ভাড়া জেনে ওঠা উচিত।’

অর্থ আত্মসাতের অভিযোগে জাবির পরিবহন অফিসের কর্মচারী বরখাস্ত…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফয়জুল করীমের আসনে জামায়াতের প্রার্থী না দেওয়া নিয়ে যা বলছে …
  • ১৮ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকায় জবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৮ জানুয়ারি ২০২৬
আমির হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইসির ওপর আস্থা নেই, এনসিপি নির্বাচনে অংশ নেবে কিনা ভাবার সম…
  • ১৮ জানুয়ারি ২০২৬
যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ জামাই-শ্বশুর গ্রেপ্তার
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9