বাকৃবিতে মহান বিজয় দিবস পালিত

১৬ ডিসেম্বর ২০১৮, ০৪:২৪ PM
মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ মরণসাগরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর

মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ মরণসাগরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর © টিডিসি ফটো

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পালিত হয়েছে ৪৭ তম মহান বিজয় দিবস । রবিবার সূর্যোদয়ের সাথে সাথেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক ভবন গুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘মরণসাগর’ এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। এছাড়াও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ মরণসাগরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করছেন স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ

 

এদিকে দিবসটি উপলক্ষে সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং সমবেত প্যারেডবৃন্দের সালাম গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে  উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর প্যারেডবৃন্দের সালাম গ্রহণ করছেন

 

এরপর ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিনি কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের কর্মরত মুক্তিযুদ্ধ ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে খেলাধুলার আয়োজন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের মসজিদ, মন্দির ও উপাসনালয়ে বিশেষ দোয়া করা হবে।

 

বিসিবির কাছে যে অনুরোধ করল শান্ত
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
  • ২৪ জানুয়ারি ২০২৬
আইসিজেতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করায় তীব্র প্রত…
  • ২৪ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের বরিশাল সফরের তারিখ পেছাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
পে স্কেলের প্রজ্ঞাপন জারি না করলে আন্দোলন ছড়িয়ে পড়বে: আজিজি
  • ২৪ জানুয়ারি ২০২৬