শেকৃবিতে সাংবাদিককে ভিডিও করতে বাধা ছাত্রদল কর্মীর

অভিযুক্ত ছাত্রদল কর্মী
অভিযুক্ত ছাত্রদল কর্মী  © সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মিছিলের ভিডিও করার সময় একি সাংবাদিককে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে। যদিও অভিযুক্ত ব্যক্তি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

বৃহস্পতিবার শেকৃবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে 'জুলাই স্মৃতিচারণ ও আগামীর বাংলাদেশ ' শীর্ষক সেমিনার এবং ছবি প্রদর্শনী পরবর্তী  মিছিলে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রদল কর্মীর নাম রেজোয়ান ইসলাম সাদ। ভুক্তভোগী দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাসনিম আহমেদ তানিম। 

এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিনেরর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাসনিম আহমেদ তানিম বলেন, 'ক্যাম্পাস সাংবাদিকদের কাজ হলো সত্য প্রকাশ করা এবং শিক্ষার্থীদের সমস্যাগুলো আলোচনায় নিয়ে আসা। কোনো সাংবাদিককে ভিডিও করতে বাঁধা দেওয়া বা তার কাজ বন্ধ করার চেষ্টা করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ।'

অভিযুক্ত রেজোয়ান ইসলাম সাদ বলেন, 'আসলে অন্ধকার ছিল, বিশৃঙ্খলা হচ্ছিল, আর আমি তাকে চিনতে পারি নি। এজন্য ভিডিও বন্ধ করতে বলেছিলাম। তবে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন সাদ।

এ বিষয়ে শেকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: আলমগীর কবীর বলেন, সাংবাদিকদের কাজে বাধা দেওয়া ছাত্রদল সমর্থন করে না। স্বাধীন দেশে সবাই স্বাধীন ভাবে কাজ করবে এই নীতিতে বিশ্বাসী ছাত্রদল। এখানে কেও কারো ভালো কাজে বাধা প্রদান করবে না। আমারা এগুলো জাস্টিফাই করবো। পরে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে শেকৃবি প্রক্টর প্রফেসর ড. আরফান আলী বলেন, সাংবাদিকদের কাজই হলো ছবি তোলা এবং ভিডিও করা। সে হিসেবে সাংবাদিককে তার কাজে বাঁধা সৃষ্টি করা কোনভাবেই সমীচিন  নয়।


সর্বশেষ সংবাদ