সিকৃবিতে কৃষি গুচ্ছের প্রথমদিনের ভর্তি কার্যক্রম সম্পন্ন 

০৯ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM
ভর্তি কার্যক্রম

ভর্তি কার্যক্রম © টিডিসি ফটো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ে প্রথম দিনের ভর্তি কার্যক্রম চলে।

প্রথম দিনের ভর্তি শেষে আরো ২২৪ টি আসন ফাঁকা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিকৃবির কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সদস্য ও শিক্ষা শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম রসুল।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সিকৃবিতে মোট আসন রয়েছে ৪৩১টি। এর মধ্যে ভর্তির প্রথমদিনে ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিক্যাল সাইনন্সেস অনুষদে ১০০টি আসনের মধ্যে ৫২ জন, কৃষি অনুষদে ৮৮টি সিটের মধ্যে ৪৯ জন, মৎস্যবিজ্ঞান অনুষদে ৭৫টি আসনের মধ্যে ৩৯ জন, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ৬৪টি আসনের মধ্যে ২৫ জন, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ৬৪টি আসনের মধ্যে ১৯ জন, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে ৪০টি আসনের মধ্যে ২৩ জনসহ মোট ২০৭ জন ভর্তি হয়েছেন যা মোট আসনের ৪৮ শতাংশ। ফলে এখনও ২২৪টি আসন ফাঁকা রয়েছে।

সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, আজ ২০৭ জন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছেন। কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার সময়সূচি কয়েকবার পরিবর্তন হওয়ায় অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গিয়েছে। তবে ভর্তি কার্যক্রম ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। আশাকরি সবগুলো আসন শিক্ষার্থীদের দ্বারা পূর্ণ হয়ে যাবে।

ভর্তি কার্যক্রম সহজীকরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকার প্রশ্নে তিনি বলেন, ভর্তি পরীক্ষার্থীর সহায়তায় ও ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত বছরের তুলনায় এ বছর আমরা আরো ফলপ্রসূ উদ্যোগ হাতে নিয়েছি। ভর্তির পুরো প্রক্রিয়াকে সাতটি ধাপে ভাগ করা হয়েছে। এছাড়া প্রতিটি অনুষদের সামনে ভর্তি সহায়তা সম্বলিত ব্যানার ছিল। শিক্ষকরাও আন্তরিক ভূমিকা পালন করছেন।

কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ১০, ১১ ও ১২  ডিসেম্বর চলমান থাকবে বলে ভর্তি কমিটি সূত্রে জানা গেছে। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম। প্রতিটি অনুষদে অনলাইনে টাকা জমা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা অনুষদের ডিন অফিসে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন।

শাকসু স্থগিত, যা বললেন রিটকারীদের আইনজীবী
  • ১৯ জানুয়ারি ২০২৬
তাহলে কি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের?
  • ১৯ জানুয়ারি ২০২৬
আসিফ মাহমুদের বিচার হবে বাংলার মাটিতে : নাছির
  • ১৯ জানুয়ারি ২০২৬
‘সার্কের ভাবনাই প্রমাণ করে, জিয়া একজন বিশ্ব নেতা’
  • ১৯ জানুয়ারি ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের মারণাস্ত্রের ব্যবহার, নিহতদের প…
  • ১৯ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই চাকরি সজীব গ্রুপে, কর্মস্থল ঢাকা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9