বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু ৯ ডিসেম্বর

০৩ ডিসেম্বর ২০২৪, ১০:০২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৯ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ৯ ডিসেম্বর। চার দিনব্যাপী এই কার্যক্রম চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের ৯, ১০, ১১ অথবা ১২ ডিসেম্বরের যেকোনো দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে সরাসরি উপস্থিত থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি ফরমে অনুষদের ডিন, প্রক্টর এবং প্রভোস্টদের স্বাক্ষরসহ জমা দিতে হবে। 

সশরীরে বাকৃবিতে উপস্থিত হওয়ার পূর্বে আগামী ৪ থেকে ১২ ডিসেম্বর তারিখের মধ্যে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত লিংকে প্রবেশ করে পিন এবং রোল নম্বর দিয়ে লগইন করে প্রয়োজনীয় তথ্য প্রদান, পাসপোর্ট সাইজের ফটো এবং স্বাক্ষর আপলোড করতে হবে। আপলোড শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে অ্যাডমিশন ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরম, পে-স্লিপ তৈরি হবে যা ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং ভর্তির দিন জমা দিতে হবে। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাকৃবিতে এই বছর ভর্তি ও আনুষঙ্গিক ফি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২১৪ টাকা। যে-সব শিক্ষার্থী ইতোমধ্যেই অনলাইনে ১০ হাজার টাকা প্রদান করেছেন, তাদের নগদ অর্থ প্রদান করতে হবে না। অনলাইনে প্রদত্ত ১০ হাজার টাকা থেকে ভর্তি ফি কর্তন করার পর অবশিষ্ট টাকা শিক্ষার্থীদের পূবালী ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।

রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬