৮ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ থাকছে, ভর্তি পরীক্ষা কবে

২৮ ডিসেম্বর ২০২৩, ১১:০০ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
কৃষি গুচ্ছের আট বিশ্ববিদ্যালয়

কৃষি গুচ্ছের আট বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষেও আট বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছের আলাদা ভর্তি পরীক্ষা হবে। তবে এখনও তারিখ নির্ধারণ করা হয়নি। নির্বাচনের আগে তারিখ ঘোষণার সম্ভাবনা কম বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। যদিও কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বড় অংশ আলাদা ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে বলে আগে জানিয়েছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগের শিক্ষাবর্ষের মতো এবারও আট বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছের আলাদা ভর্তি পরীক্ষা নিতে সরকারিভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী, গুচ্ছভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। তবে এবার কারা দায়িত্ব পালন করবেন, তা এখনও ঠিক হয়নি। উপাচার্যরা এ সংক্রান্ত সভায় বসে সবকিছু নির্ধারণ করবেন।

এ বিষয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামাল উদ্দিন ভূঞা আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সাধারণত দেরিতে হয়। এবার এখনো এ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। কারা আয়োজক হবেন, সেটিও নির্ধারণ করা হয়নি।

আরো পড়ুন: ৮ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত আটকে যে কারণে

তিনি বলেন, এখন সারাদেশে নির্বাচনী ব্যস্ততা চলছে। সে হিসেবে এর আগে এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার সুযোগ কম। নির্বাচনের পরে হয়তো বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। গত বছর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় দায়িত্বে ছিল। এবার হয়তো নতুন কোনও বিশ্ববিদ্যালয় দায়িত্বে আসবে।

কৃষি গুচ্ছের আওতায় থাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত বছর এক হাজার ১১৬ আসন ছিল। এ ছাড়া শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৭৫, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫ ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসন ছিল।

২৫ জানুয়ারি ফেনী যাচ্ছেন তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
দুর্নীতির অভিযোগে যবিপ্রবির শিক্ষক ও প্রকৌশলী বরখাস্ত
  • ২১ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে ১০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার, এলাকাজুড়ে…
  • ২১ জানুয়ারি ২০২৬
৪ লক্ষাধিক মানুষের জন্য ৪ চিকিৎসক
  • ২১ জানুয়ারি ২০২৬
‘এটাই ক্রিকেট, নিদাহাস ট্রফির কথা মনে পড়ছে’, আবেগাপ্লুত কণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
আবরার ফাহাদ হত্যার রায় এই সরকার কার্যকর করতে পারলো না: আবরা…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9