শিক্ষার্থীর নিকট তুলে দেয়া হচ্ছে সার্জিক্যাল কিটবক্স © টিডিসি ফটো
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের লেভেল-৫ সেমিস্টার -১ এর ১২৯ জন শিক্ষার্থীর মধ্যে সার্জিক্যাল কিটবক্স বিতরণ করা হয়েছে।
২৭ জুলাই (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল ভবনের এএসভিএম অনুষদের সেমিনার রুমে সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের বিভাগের চেয়ারম্যান ড.মো:রাসেদুল ইসলামের সভাপতিত্বে এই সার্জিক্যাল কিটবক্স বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন: ৪৩তম বিসিএসের খাতা মূল্যায়নের কাজ শেষ পর্যায়ে
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.অলোক কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড.নজরুল ইসলাম,এএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড.কে.বি.এম.সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এএসভিএম অনুষদের সাবেক ডিনবৃন্দ,শিক্ষকবৃন্দ এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যানিম্যাল হেলথ বিভাগের ন্যাশনাল সেলস ম্যানেজার ড.মোহাম্মদ মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড.অলোক কুমার পাল বলেন, বর্তমানে দেশে গ্রামে গ্রামে ছোট বড় অনেক খামার গড়ে উঠছে। ফলে দক্ষ ভেটেরিনারি চিকিৎসকের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন এই সার্জিক্যাল বক্স তোমাদের হাতেনাতে কাজ শিখে অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসক হতে সাহায্য করবে।আমাদের গ্রাজুয়েটরা দক্ষ হবে, তাদের মেধার পরিচয় দিয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবে এবং খামারির ভাগ্য পরিবর্তনে অবদান রাখবে।