বাকৃবি © সংগৃহীত
২০২৩ শিক্ষাবর্ষে এপ্রিল-সেপ্টেম্বর (Summer Semester) সিমেস্টারে বাকৃবির এমএস কোর্সে হল ভর্তি ফি ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও রেজিস্ট্রারার স্বাক্ষিরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিগত ০৪-০৪-২০২৩ তারিখের স্বারক নং-শা-১/ভ- ০৩/২২/২৮১/শিক্ষা মূলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এপ্রিল-সেপ্টেম্বর ২০২৩ ( Summer Semester ) সিমেস্টারে এম. এস. কোর্সে ভর্তির জন্য স্নাতকোত্তর পর্যায়ে ছাত্র-ছাত্রীদের ভর্তিকালীন সময়ে হল ভর্তি সংক্রান্ত কি ৮৮০/- (আটশত আশি টাকা) নির্ধারণ করা হলো।
এছাড়া অনলাইনে ফি জমা দেয়ার তারিখ সকল ক্ষেত্রে ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল ২০২৩ পর্যন্ত পূণঃনির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তির অন্যান্য বিষয়াদি অপরিবর্তিত থাকবে।