ঢাবি বিজ্ঞান ইউনিটের প্রশ্ন দেখুন এখানে

২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ PM
ঢাবি ভর্তি পরীক্ষা

ঢাবি ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের স্থগিত হওয়া প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার (২৭ ডিসেম্বর)। বিকাল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর মোট ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে  ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন। 

আজ বেলা সাড়ে তিনটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। তবে নির্ধারিত সময়ের পর অনেক ভর্তিচ্ছুকে কেন্দ্রে ঢুকতে দেখা গেছে। এমনকি পরীক্ষা শুরুর ১০ মিনিট পরও কেন্দ্রে দৌঁড়ে প্রবেশ করতে দেখা গেছে অনেককেই।

আজ সকাল থেকে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ক্যাম্পাস ও নির্বাচন কমিশনে যাতায়াত এবং মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষার কারণে রাস্তায় যানজটের কবলে পদ তারা। ফলে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি বলে জানা গেছে।

কার্জন হল কেন্দ্রে দৌঁড়ে প্রবেশ করছেন এক ভর্তিচ্ছু, এমন একটি ভিডিও শেয়ার দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ফেসবুকে লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের পরীক্ষা শুরু ৩টা ৩০ মিনিটে। এখন সময় ৩টা ৪১ মিনিট। অসংখ্য শিক্ষার্থীরা দৌঁড়াইয়া ঢুকছে এখনো। আমাদের একজন নেতা আছেন। নেতার জন্য পুরো ঢাকা ব্লক। নাগরিকদের ভোগান্তি, সময় জ্ঞান নিয়ে নেতাদের ভাবার সময় নাই। নেতাদের প্রটোকল জরুরি। আই হ্যাভা প্লান। এমন নেতা লন্ডনে থাকায় ভালো।’

ঢাবি শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ফেসবুকে লেখেন, ‘আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ইউনিটের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদেরকে নিয়মানুযায়ী বিকাল ৩টার মধ্যে হলে প্রবেশ করতে হবে এবং সাড়ে ৩টায় পরীক্ষা শুরু হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরোধে রাস্তাঘাটের সার্বিক যানজট বিবেচনায় পরীক্ষার্থীদের বিকাল সাড়ে ৩টায় পরও প্রবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।’

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,  একইদিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে ঢাকায় স্থানান্তর করেছে, তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এ অনুযায়ী ভর্তি পরীক্ষার জন্য ইতোমধ্যেই মিরপুর ও ফার্মগেট এলাকায় ৩টি অতিরিক্ত কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। এমআইএসটি থেকে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও সুবিধাজনক করতে মেট্রোরেলের সময় ব্যবধান কমানো হয়েছে। এদিন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত মেট্রোরেল চলাচল করবে।    

প্রসঙ্গত, ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে গত শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র‍্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে পরীক্ষার নতুন তারিখ আগামীকাল শনিবার নির্ধারণ করা হয়।

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ১৮ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকার অবস্থান কত?
  • ১৮ জানুয়ারি ২০২৬
বিএনপির ‘ত্যাগী কর্মী’ দাবি করায় সভায় হট্টগোল, ফেরার পথে পি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা চালুর দিকে যাচ্ছে ইরান
  • ১৮ জানুয়ারি ২০২৬
ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
  • ১৮ জানুয়ারি ২০২৬
জুনের মধ্যে গ্রিনল্যান্ড বিক্রি না করলে ২৫ শতাংশ শুল্কের হু…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9