একসঙ্গে ২১ সহপাঠীর মেডিকেলে চান্স
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ AM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ AM
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফল বিশ্লেষণে দেখা গেছে, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এবার প্রায় ২১ জন সহপাঠী সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে এ ফলাফল প্রকাশ করা হয়। পরে সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এবার পাসের হার ৬৬.৫৭ শতাংশ। এরমধ্যে মেধা পছন্দক্রম অনুযায়ী পাঁচ হাজার ৬৪৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
চান্স পাওয়া ২১ জন হলো- স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে রাফিউল ইসলাম ও মো. মাহমুদুল হাসান মামুন। ময়মনসিংহ মেডিকেল কলেজে জাহিন তাসনিম তাসফি। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে গাজী তামাসসুক, সুমাইয়া হোসেন তিসা, খাতুনে জান্নাত ও মেহেদি। রাজশাহী মেডিকেল কলেজে তাসনিমুল হোসাইন দিপ।
আরও পড়ুন: মেডিকেলে মেধা তালিকায় সেরা দশ যারা
সিলেট ওসমানী মেডিকেল কলেজে ফাহমিদা। শের-ই-বাংলা মেডিকেল কলেজে তাহিরা তাহসিন ফাতিহা। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাবিবা হীরা। কুমিল্লা সরকারি মেডিকেল কলেজে তরিকুজ্জামান সিফাত ও মাহফুজা।
এছাড়াও পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে সাইফ হোসেন। ফরিদপুর সরকারি মেডিকেল কলেজে অর্ণব কুমার। নোয়াখালী সরকারি মেডিকেল কলেজে মেহেদী হাসান। কিশোরগঞ্জ সরকারি মেডিকেল কলেজে মিথিলা। টাঙ্গাইল সরকারি মেডিকেল কলেজে উর্মি। নেত্রকোনা সরকারি মেডিকেল কলেজে ইশা। সিলেট ওসমানী মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিটে ফরহাদ হোসেন নবিন ও সাদিয়া আক্তার শশী।
এবারের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮.২১%)। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ জন (১.৭৯%) জন। আর বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২ জন। ভর্তি পরীক্ষায় মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৬৪২ জন (৬৬.৫৭%), যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮.১৩%) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১.৮৭%)।
ফলের পরিসংখ্যান মতে, এবারে মেডিকেল ভর্তির ফলে এক তৃতীয়াংশই সেকেন্ড টাইমার। তাছাড়া ৮৮ জন পরীক্ষার্থী গত বছর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত রয়েছে।
জানা গেছে, কৃতকার্য পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৮৫০ জন ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। আর ১ হাজার ৭০৭ জন শিক্ষার্থী সেকেন্ড টাইমার।