মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল নিয়ে সভায় কর্মকর্তারা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ PM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ PM
২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সভায় বসেছেন কর্মকর্তারা। আজ রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরের পরে এ ফল প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। সভা শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র বলছে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় বসেছেনে। আজই ফলাফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব ঠিক থাকলে দুপুরের পর এ ফলাফল প্রকাশ করা হতে পারে। মিটিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান উপস্থিত রয়েছেন। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষার সচিব, দুজন যুগ্ম সচিব, অধিদপ্তরের ডিজি, এডিজি (চিকিৎসা শিক্ষা), পরিচালক (চিকিৎসা শিক্ষা) আর বুয়েট-ঢাবির কম্পিউটার সায়েন্স বিভাগের প্রতিনিধি উপস্থিত আছেন।
এর আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন রবিবার সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের চূড়ান্ত সময় এখনও নির্ধারণ করা হয়নি। তবে আশা করছি, দুপুর নাগাদ প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশ হলে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। উত্তীর্ণ শিক্ষার্থীরাও জানতে পারবেন।’
পরে দুপুরে ঘণ্টা দুয়েকের মধ্যে মেডিকেলের রেজাল্ট প্রকাশ হতে পারে বলে জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।’
অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বুয়েট এবং ঢাবির কম্পিউটার সায়েন্স বিভাগের সমন্বয়ে মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। অনেক খাতা দেখার কাজ করতে হচ্ছে। রবিবার দুপুরের পর ফল প্রকাশ করতে পারব বলে আমরা আশাবাদী।’
আরও পড়ুন: কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তির ফল কতদিনের মধ্যে, যা বলছে কর্তৃপক্ষ
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র এবং ৪৯টি ভেন্যুতে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ৯৮ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর।
তিনি বলেন, সার্বিকভাবে ভর্তি পরীক্ষা সুষ্ঠু হয়েছে। পরীক্ষাহ ৯৮.২২ শতাংশ ভর্তিচ্ছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার ১.৭৮ শতাংশ। ভর্তি পরীক্ষার ফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মোট আসন ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০ এবং ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসন রয়েছে।
বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬০০১টি এবং ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি। এ বছর মোট আবেদনকারী ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। যার মধ্যে ৪৯ হাজার ২৮ জন আবেদনকারী ছেলে এবং ৭৩ হাজার ৬০৪ জন মেয়ে।