মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি কি কাল প্রকাশিত হবে?

০৮ নভেম্বর ২০২৫, ১০:১১ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি নীতিমালা প্রস্তুত হলেও ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামীকাল রবিবার স্বাস্থ্য উপদেষ্টার অনুমোদন পেলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, সরকারি-বেসরকারি মেডিকেলে আসন সংখ্যা কমানো হচ্ছে। তবে এ বিষয়ে এখনো স্বাস্থ্য উপদেষ্টার অনুমোদন নেওয়া সম্ভব হয়নি। আগামীকাল রবিবার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপদেষ্টার অনুমোদন নেবেন। এরপর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মেডিকেলে আসন সংখ্যা কমানো সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এবং উপদেষ্টার অনুমোদন নিতে হবে। এ কাজটি আগামীকাল রবিবার করার চেষ্টা করা হচ্ছে। কাল অনুমোদন পেয়ে গেলে আগামী সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

মেডিকেল ও ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি প্রস্তুত রয়েছে জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, ‘বিজ্ঞপ্তি প্রস্তুত। কোন পত্রিকায় প্রকাশ করা হবে সেটিও নির্ধারিত আছে। আমরা কেবল উপদেষ্টা এবং সচিবের অনুমোদনের অপেক্ষায় রয়েছি। আসন সংখ্যা কমানো সংক্রান্ত সিদ্ধান্তের অনুমোদন পাওয়ার পরপরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পত্রিকায়ে বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে অনলাইনে প্রকাশ করা হতে পারে বলেও জানান তিনি।

এদিকে এবার মেডিকেল-ডেন্টাল ভর্তি আবেদনের সময় তিনটি অপশন থাকবে। একটি শুধু মেডিকেল, আরেকটি মেডিকেল+ডেন্টাল, আর শেষ অপশন হিসেবে থাকবে শুধু ডেন্টাল। শিক্ষার্থীরা তাদের পছন্দমত অপশন দিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

সূত্রমতে, কোনো শিক্ষার্থী যদি আবেদনের সময় শুধু মেডিকেল অপশন দেয়, তাহলে তার সামনে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ আসবে। কেউ যদি শুধু ডেন্টাল দেয়, তাহলে তার সামনে ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট মিলিয়ে ৯টি প্রতিষ্ঠানের নাম দেখাবে। আর কেউ যদি মেডিকেল+ডেন্টাল অপশন ক্লিক করে তাহলে তার সামনে মোট ৪৬টি প্রতিষ্ঠান আসবে। এখানে তিনি তার পছন্দক্রম দেবেন।

সূত্র আরও জানায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মানহীন এবং সক্ষমতা নেই এমন বেশ কয়েকটি মেডিকেল কলেজের আসন কমানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। গত ২৬ অক্টোবর ভর্তি কমিটির সভার আলোচনা অনুযায়ী, সরকারি মেডিকেলে ৪০৮টি এবং বেসরকারি মেডিকেল কলেজে ৪০৮টি আসন কমানো হতে পারে। অর্থাৎ সরকারি-বেসরকারি মিলিয়ে ৮১৬টি আসন কমানো হতে পারে।

ইতোমধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। নীতিমালা অনুযায়ী, এবার ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০০ নম্বর যাচাই হবে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএর ভিত্তিতে। এ ছাড়া আবেদনের জন্য ওই দুই পরীক্ষায় মোট জিপিএ সর্বনিম্ন ৮.৫০ নির্ধারণ করা হয়েছে। একই সাথে জীববিজ্ঞানে কমপক্ষে ৩.৫০ পেতে হবে। তবে পশ্চাদপদ জনগোষ্ঠীর ক্ষেত্রে জিপিএ নির্ধারণ করা হয়েছে ৮.০০।

এবার ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীরা মেডিকেলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সাধারণ সেকেন্ড টাইম ভর্তিচ্ছুদের ক্ষেত্রে ৩ নম্বর এবং মেডিকেলে ভর্তি থাকা সেকেন্ড টাইম ভর্তিচ্ছুদের ক্ষেত্রে ৫ নম্বর কাটা হবে। এ ছাড়া প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে ০.২৫ নম্বর। লিখিত পরীক্ষায় ১০০টি প্রশ্নের মধ্যে জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলীর মূল্যায়নে ১৫ নম্বর নির্ধারণ করা হয়েছে। পাশমার্ক নির্ধারণ করা হয়েছে ৪০। পরীক্ষা হবে ১ ঘণ্টা ১৫ মিনিট।

এ ছাড়া এবার ভর্তির ক্ষেত্রে পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য ১ এবং অসচ্চল মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এ ছাড়া বিদেশি প্রার্থীদের মধ্যে সার্কভুক্ত দেশের জন্য মোট ১২৫ ও নন-সার্কভুক্ত দেশের জন্য ৯৯টিসহ মোট ২২৪টি আসন সংরক্ষণ করা হয়েছে।

গণতান্ত্রিক সরকার গঠনের সুযোগ হাতছাড়া হলে শহীদদের প্রতি জু…
  • ১৭ জানুয়ারি ২০২৬
শৈলকুপায় মাদ্রাসায় নাইটগার্ড নিয়োগ পরীক্ষা নিয়ে উত্তেজনা, আ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামের জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা
  • ১৭ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন বিএনপির আরেক প্রার্থী
  • ১৭ জানুয়ারি ২০২৬
বোয়ালখালীতে সেনা অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
  • ১৭ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ‘ক্ষমতা’ দেখানোর প্রতিযোগিতায় নে…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9