জুলাই গণঅভ্যুত্থান
শহীদ-আহত পরিবারের সদস্যদের ঢাবি ভর্তিতে কোটা সুবিধা দেওয়ার তথ্যটি সঠিক নয়
শুধু ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পাবেন আর্থিক সুবিধা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ মে ২০২৫, ০২:৪৩ AM , আপডেট: ২৭ মে ২০২৫, ০৯:০২ PM
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের শুধু ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে আর্থিক সুবিধা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গণঅভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহতদের পরিবারের সদস্যদের কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকে, শুধু তার ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। এই সুবিধা মাত্র এক বছরের জন্য।
তিনি আরও বলেন, এটা কোনো নীতিমালা নয়। শুধু এই বছরের জন্য। আর্থিক সুবিধা হওয়ার সম্ভাবনা এই ক্ষেত্রে বেশি। তাদের ভর্তির ক্ষেত্রে এই সুবিধাটা দেওয়া হতে পারে। সেটি নির্ধারণ করবে ডিনস কমিটি এবং সিন্ডিকেট।
এর আগে সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে।
এতে আরও বলা হয়, পরিবারের সদস্য হিসেবে স্ত্রী-ছেলে-মেয়ে বিশেষ সুবিধা পাবেন। স্ত্রী-ছেলে-মেয়ে না থাকলে শহীদ ও আহতদের ভাই-বোনরা এই সুবিধা পাবেন। সম্প্রতি ডিনস কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, বিষয়টি জানাজানি হলে তা নিয়ে শুরু হয় সমালোচনা। সমালোচকদের দাবি, বৈষম্য বা কোটার জন্য যেই গণঅভ্যুত্থান ‘বিশেষ সুবিধা দিয়ে’ সেই একই বৈষম্যের পুনরাবৃত্তি করছে বিশ্ববিদ্যালয়। তবে কেউ কেউ এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন।
তবে এসব সমালোচনার মুখে বিষয়টি নিয়ে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি জানান, ঢাবি ভর্তিতে শহীদ-আহত পরিবারের সদস্যদের কোটার সুবিধার তথ্যটি সঠিক নয়। শুধু ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আর্থিক সুবিধা পেতে পারেন।