গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে মাধ্যমিকের শিক্ষার্থী আটক
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ মে ২০২৫, ০২:২৩ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৮:০১ PM
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দিনাজপুরের চিরিরবন্দরের সিটি রেসিডেনসিয়াল মডেল কলেজের আজমাঈন ফায়িকের পরিবর্তে পরীক্ষা দিতে আসা নবম শ্রেণি পড়ুয়া গাজীপুরের শ্রীপুরের ফারুকের (মৃত) ছেলে মো. আবদুস সোবহান ধরা পড়েছে।
আজ শুক্রবার (৯ মে) বেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় পরীক্ষার্থী ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে বেরোবি কেন্দ্রে ৩২৬৩ জনসহ রংপুরের ১১টি কেন্দ্রে মোট ২৫৬৪৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।

প্রক্সি দিতে আসা মো. আবদুস সোবহানকে জিজ্ঞাসা বাদ করে জানা যায়, সে নবম শ্রেণিতে পড়ে। তৃতীয় পক্ষ তাকে পরীক্ষা দিতে নিয়ে এসেছে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজিজ স্বপন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রক্সি দিতে আসা একজনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেউ বাদী হয়ে মামলা করলে আমরা থানায় চালান করে দেব।’
আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মায়ের সঙ্গে আন্দোলনে ৭ বছরের শিশু নিহা
এ বিষয়ে বিদ্যালয়ের প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, প্রক্সি দিতে আসা এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করা হবে।
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, এ রকম ঘটনা আগে ঘটেনি। আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।