ভেতরে গুচ্ছ ভর্তির পরীক্ষায় সন্তান, বাইরে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় অভিভাবক

০২ মে ২০২৫, ১১:৪২ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
বাইরে দাড়িঁয়ে অপেক্ষা করছেনঅভিভাবকরা

বাইরে দাড়িঁয়ে অপেক্ষা করছেনঅভিভাবকরা © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ (মানবিক অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার (২ মে) সকাল ১১ টায় ইবির ৫টি ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে ৬৯২৪ জন পরীক্ষার্থীর। 

এদিন পরীক্ষার্থীর সাথে সাথে অভিভাবকদেরও ছিল অন্যরকম এক যুদ্ধ। আদরের সন্তানকে পরীক্ষার হলে পাঠিয়ে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে বাইরে অপেক্ষায় ছিলেন হাজারো অভিভাবক। দীর্ঘ এক যুগের লালিত স্বপ্ন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাওয়া সন্তানদের স্বপ্ন পূরণে তাদের ছায়াসঙ্গী হয়ে ছিলেন অভিভাবকরা। কারও সঙ্গে এসেছেন মা, কারও সঙ্গে এসেছেন বাবা, আর কারও সঙ্গে এসেছেন ভাই-বোন, আবার কারও সঙ্গে চাচা কিংবা অন্যান্য আত্মীয়-স্বজনরা।সন্তানদের পরীক্ষার হলে পাঠিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অপেক্ষা করছেন অগণিত অভিভাবক। 

সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের পাশে, থানা গেটের বিশ্রামাগার, কেন্দ্রীয় শহীদ মিনার, ডায়না চত্বর, খেলার মাঠ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে গাছপালার ছায়ায় অভিভাবকদের উপস্থিতি প্রবলভাবে লক্ষ্য করা গেছে। প্রশাসনের পক্ষ থেকে অভিভাবকদের বিশ্রামের জন্য বসার বন্দোবস্ত থাকলেও অনেকেই সময় কাটিয়েছেন একান্ত নিরিবিলিতে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে। 

এসব স্থান ঘুরে দেখা যায়, অভিভাবকদের চোখে-মুখে চিন্তার ভাজ। দূরদূরান্ত থেকে আসা অভিভাবকদের কেউ একে অপরের সঙ্গে গল্প করছেন আবার কেউ পত্রিকা পড়ে সময় কাটাচ্ছেন। অনেক মায়েদের দেখা গেছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনারত অবস্থায়। তীব্র গরম আর ক্লান্তি ভুলে স্বপ্ন দেখছেন অভিভাবকরা, দেখে মনে হচ্ছে সম্ভব হলে অভিভাবকরা নিজেরাই যেন সন্তানের ভর্তি পরীক্ষা দিয়ে দিতেন।

আমতলায় আলামপুর থেকে আসা এক অভিভাবক বলেন, গুচ্ছের আগে রাবি আর খুবিতে পরীক্ষা দিয়েছে কিন্তু রেজাল্ট ভালো হয়নি। এখন ইসলামী বিশ্ববিদ্যালয়কেই ফাস্ট চয়েজ হিসেবে রেখেছি। রাবিতে পরীক্ষা দিয়ে বেরিয়ে বলেছিল খুবই ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু চান্স হয়নি। এখন দেখা যাক আল্লাহ এখানে ভাগ্যে কি রেখেছেন। দোয়া করছি, আল্লাহ যেন ভালো ভাবে পরীক্ষা দেয়ান। 

ঝিনাইদহ থেকে আসা আরেক অভিভাবক বলেন, আমার মেয়ে পড়াশোনা করছে অনেকদিন ধরে। আশা করি যে সে চান্স পাবে। যদি চান্স পায় তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়েই পড়াবো। চান্স পেলে, তারপর আল্লাহ যে সাবজেক্ট দেন সেটাতেই পড়াবো। আল্লাহর কাছে শুধু দোয়া করছি যাতে মেয়েটার পরীক্ষাটা ভালো হয় বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। 

প্রসঙ্গত, এ বছর গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরাবরের মতো ইবিকে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এতে মানবিক শাখাভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়। এছাড়া বিজ্ঞান শাখাভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা ৯ মে অনুষ্ঠিত হবে। 

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ২০ জানুয়ারি ২০২৬
কুমিল্লা থেকে নেয়া হচ্ছিল পিস্তল, পথে পুলিশের হাতে ধরা দুই…
  • ২০ জানুয়ারি ২০২৬
গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
  • ২০ জানুয়ারি ২০২৬
কুমিল্লা-৪: প্রার্থিতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুল আহসান মুন…
  • ২০ জানুয়ারি ২০২৬
সর্বোচ্চ দল নিয়ে বুধবার শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী চ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
সুজুকি মোটরবাইক প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যুগ্ম চ্যাম্পিয়ন …
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9