রাবির প্রথম বর্ষের ফল প্রকাশ ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (‘বি’ ইউনিট) ভর্তি পরীক্ষা মাধ্যমে শুরু হচ্ছে আগামীকাল শনিবার। আর ক্লাস শুরু হবে আগামী ১ জুলাই। আজ শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার। 

তিনি বলেন, ‘আগামীকাল থেকে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। ‘বি’ ইউনিটের রেজাল্ট ১৯ তারিখের মধ্যে, ‘এ’ ইউনিটের রেজাল্ট ২৬ তারিখের মধ্যে দেওয়া হবে। ভর্তি কার্যক্রম শুরু হবে ১১ মে থেকে ২৬ জুন পর্যন্ত এবং ক্লাস শুরু হবে ১ জুলাই। 

উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি এবং অসদুপায় অবলম্বন একটি আলোচিত বিষয়। এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। ভর্তি কার্যক্রমের সার্বিক নিরাপত্তা আইসিটি সেন্টার, প্রক্টরিয়াল বডি, আইনশৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় জনপ্রশাসন কাজ করবে।  
তিনি বলেন, অনেক সময় অসাধুচক্র ভর্তির প্রলোভন দেখিয়ে ভর্তিচ্ছু অথবা অভিভাবকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়।

অনেকের সার্টিফিকেটসহ অত্যাবশ্যকীয় কাগজপত্রও জমা রাখে ও রেজাল্ট শিটে নাম দেখেই অর্থ দাবি করে। যা প্রতারণামূলক। যোগ্যতার বাহিরে এমন কোন উপায়ে ভর্তির সুযোগ নেই। জালিয়াতি চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য চার সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে।জালিয়াতি চক্র থেকে সতর্ক থাকার পাশাপাশি এমন কোন ঘটনা চোখে পড়লে অবিলম্বে প্রক্টর দপ্তরে জানানোর আহ্বান জানান তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence