ঢাবি লোগো ও সাইফা বিনতে ওয়ারিশ © ফাইল ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন রাজধানীর রাজধানীর হলিক্রস কলেজের শিক্ষার্থী সাইফা বিনতে ওয়ারিশ।
ঢাবিতে প্রথম হওয়ার খবর চাউর হতেই প্রতি বছরের মতোই এবারের প্রথম হওয়া সাইফা বিনতে ওয়ারিশকে ঘিরে শুরু হয় বিতর্ক। একাধিক কোচিং প্রতিষ্ঠা নিজেদের শিক্ষার্থী বলে দাবি করাকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক থেকে বাচঁতে এবার নিজেই দিলেন এর সমাধান।
বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় ফলাফল প্রকাশের পরপরই নিজের ফেসবুক ওয়ালে লিখিত ও ভিডিও বার্তায় জানালেন কোন কোসিং সেন্টারে পড়েছেন তিনি।
ভিডিও বার্তায় তিনি বলেন, আমি আমার এই সাফল্যের জন্য সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তা’আলার প্রতি। পরবর্তীতে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার বাবা-মায়ের প্রতি। সর্বশেষ আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার কোচিং ফোকাসের প্রতি। আমি ফোকাসের মৌচাক শাখার শিক্ষার্থী ছিলাম।
তিনি আরো বলেন, অনেকেই আমার ফেসবুক আইডি নিয়ে বিভ্রান্ত হচ্ছেন। অনেকেই মানে করছেন এটা আমার আসল ফেসবুক আইডি কি না। আমি একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই এটাই আমার একমাত্র এবং আসল ফেসবুক আইডি। ভর্তি পরীক্ষার পরে আমি এই আইডিটি খুলি। ভর্তি পরীক্ষার আগে আমি কোন ফেসবুক ব্যবহার করতাম না।
তিনি আরো বলেন, সর্বশেষ এটিই বলতে চাই যে আমি আমার এডমিশন কোচিংয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ফোকাসের শিক্ষার্থী ছিলাম। আমি অফলাইন বা অনলাইনে অন্য কোন কোচিংয়ের সাথে যুক্ত ছিলাম না। এ সময় তিনি সবার কাছে দোয়া চান।