এবার শেরপুর কলেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ পেলেন ৭ জন

শেরপুর সরকারি কলেজ
শেরপুর সরকারি কলেজ  © সংগৃহীত

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলা। এ অঞ্চলের স্বনামধন্য বিদ্যাপীঠ শেরপুর সরকারি কলেজ। এ কলেজ থেকে এ বছর একসঙ্গে ২৩ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ার পর এবার ৭ জন ভর্তির সুযোগ পেলেন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। এ ছাড়া অপেক্ষমাণ তালিকায় আছেন আরও দুজন। সর্বশেষ বৃহস্পতিবার রুয়েটের ভর্তির ফল প্রকাশের পর আজ রবিবার (২মার্চ) বিষয়টি নিশ্চিত করে কলেজ কর্তৃপক্ষ।

শেরপুর সরকারি কলেজ থেকে এ বছর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্তরা হলেন রোদেলা হোড় প্রিয়ন্তি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), উপমা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), মো. আবু নাঈম সিয়াম (রুয়েট), ফায়জুল কবির (রুয়েট), মাহিবে তামিম (রুয়েট), তাহসিন আনজুম মুবিন (রুয়েট) ও আদনান সিয়াম আকন্দ (রুয়েট)। অপেক্ষমান তালিকায় আছেন নাফিস ও ধ্রুব। এর আগে সরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হলে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ২৩ শিক্ষার্থী ভর্তির সুযোগ পান।

আরও পড়ুন: ইবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা আটক

এ বিষয়ে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আবদুল কাদের বলেন, ‘প্রতিবছরই আমাদের কলেজ থেকে অনেক শিক্ষার্থীই দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে চান্স পায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই খবরগুলো বেশি প্রচার হয় না। কোনো শিক্ষার্থী যদি মোবাইলফোন ব্যবহার নিয়ন্ত্রণে রেখে নিয়মিত পরিশ্রম করে, তাহলে অবশ্যই সে ভালো জায়গায় চান্স পাবে। তা ছাড়া বিগত বছরগুলোয় আমাদের কলেজের অধ্যক্ষ স্যারসহ অন্য স্যারদের আন্তরিক প্রচেষ্টার কারণেই ফলের অগ্রগতি হয়েছে। এটা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও ভালো করবে।’

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রউফ বলেন, ‘ছাত্র শিক্ষক-অভিভাবকের সমন্বিত আন্তরিক প্রচেষ্টায় পিছিয়ে পড়া প্রান্তিক জনপদ থেকেও যে দেশের সর্বোচ্চ কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া সম্ভব শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের এবারের ভর্তি-সাফল্য তারই প্রমাণ বহন করেছে। বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ২৩ জন, দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৭ জন ভর্তির সুযোগ পেয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আরও উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে বলে আশা রাখি।’


সর্বশেষ সংবাদ