রুয়েটের মূল ভর্তি পরীক্ষায় বসছেন ৮ হাজার শিক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৮ AM , আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৮ AM

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে মূল ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এ জন্য গত রোববার (১৬ ফেব্রুয়ারি) থেকে প্রবেশপত্র ডাউনলোড করেছেন শিক্ষার্থীরা। গত ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাক্-নির্বাচনী পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে।
প্রাক্-নির্বাচনী পরীক্ষায় ১৯ হাজার ৯১৫ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ২ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম শিফটে ২ হাজার ৬৯২ জন, দ্বিতীয় শিফটে ২ হাজার ৬৬৮ জন এবং তৃতীয় শিফটে ২ হাজার ৬৪২ জন স্থান পেয়েছেন। তারা আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মূল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
২০১৯-২০ শিক্ষাবর্ষের পর ফের এককভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করছে রুয়েট। এবার ১৪টি বিভাগে এক হাজার ২৩০টি সাধারণ আসন রয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ ১ হাজার ২৩৫টি আসন বরাদ্দ আছে। প্রবেশপত্র, ফলাফল এবং ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে ওয়েবসাইটে (admission.ruet.ac.bd)।
আরো পড়ুন: রাবিতে ভর্তির দ্বিতীয় ধাপে চূড়ান্ত আবেদন শেষ হচ্ছে আজ
বিভাগভিত্তিক আসন সংখ্যা: পুরকৌশল (Civil Engineering) ১৮০, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (URP) ৬০ স্থাপত্য (Architecture) ৩০, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (BECM) ৩০, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (IPE) ৬০, যন্ত্রকৌশল (Mechanical Engineering) ১৮০, গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং (GCE) ৬০, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (MTE) ৬০, রাসায়নিক কৌশল (Chemical Engineering) ৩০, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (MSE) ৬০, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (EEE) ১৮০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) ১৮০, তড়িৎ ও কম্পিউটার কৌশল (ECE) ৬০ এবং ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ETE) ৬০।