জবি ভর্তি পরীক্ষা ঘিরে সুপেয় পানির ব্যবস্থাসহ যেসব সুবিধা রেখেছে প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)   © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। দুই শিফটে মোট ২৪,৯৫৬ পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের ভেতরে ও বাইরে সুপেয় পানির ব্যবস্থা নিয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক জানান, পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে ক্যাম্পাস ও আশপাশে বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া অভিভাবকদের জন্য বাহাদুর শাহ পার্কে ৫০০ চেয়ারের ব্যবস্থা করা হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াসউদ্দিন জানান, ‘ডি’ ইউনিটের পরীক্ষায় ৫৯০টি আসনের বিপরীতে ২৪ হাজার ৯৫৬ জন আবেদন করেছেন। প্রতিটি আসনের জন্য লড়বে ৪৩ জন। পরীক্ষা দুই শিফটে হবে সকাল ১০টা থেকে ১১টা এবং বিকাল ৩.৩০ থেকে ৪.৩০ পর্যন্ত।


সর্বশেষ সংবাদ