ঢাবির চারুকলা ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১৮.৭৭ শতাংশ

  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ১৮ দশমিক ৭৭ শতাংশ। 

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে এ ফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন এই ইউনিটের ভর্তি পরীক্ষার কোঅর্ডিনেটর ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ।

তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবার পাসের হার ১৮ দশমিক ৭৭ শতাংশ। মোট ৮৪৫ জন পরীক্ষার্থী পাস করেছেন। এরমধ্যে ৬২২ জন মেয়ে এবং ২২৩ জন ছেলে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৭-৩১ মার্চের মধ্যে ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) বিস্তারিত তথ্যের ফরম ও বিষয়ের পছন্দক্রম পূরণ করতে হবে।

এর আগে গত গত ৪ জানুয়ারি বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছিল। এবার আসন প্রতি লড়ছেন প্রায় ৪৭ জন ভর্তিচ্ছু।


সর্বশেষ সংবাদ