ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

০৪ জানুয়ারি ২০২৫, ১২:০৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা যায়

সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা যায় © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ ‌শিক্ষাবর্ষে আন্ডারগ্ৰ্যাজুয়েট প্রোগ্ৰামের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা। ৩টি ইউনিটের পরীক্ষা ৮ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হলেও চারুকলা অনুষদের পরীক্ষা শুধুমাত্র ঢাবি ক্যাম্পাসেই হয়েছে। 

এবছর চারুকলা ইউনিটে মোট আসন ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬ হাজার ৯৩টি। আসন প্রতি লড়ছেন প্রায় ৪৭ জন ভর্তিচ্ছু। সকাল সাড়ে ১১টায় চারুকলা অনুষদের ডিন অফিস সংলগ্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

এদিন সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা যায় পরীক্ষার কেন্দ্রের সামনে। ঢাবি ক্যাম্পাস ব্যতীত অন্য কোন বিভাগের চারুকলা অনুষদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা না থাকায় সারা দেশের শিক্ষার্থীকে ঢাবি ক্যাম্পাসেই এসে পরীক্ষা দিতে হয়েছে।

সাকিব হাসান নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, আমার বাসা অনেক দূরে হ‌ওয়ায় আমাকে গতকাল‌ই ঢাকায় আসতে হয়েছে। এখানে এক আত্মীয়ের বাসায় ছিলাম। অন্যান্য ইউনিটের মতো যদি ৮ বিভাগেই পরীক্ষা দেওয়ার সুযোগ থাকতো তাহলে আরো ভালো হতো। 

চারুকলা ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়।

রাতেই শ্বশুর বাড়ি যাবেন তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা নিয়ে…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্যাথলজি রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষরের সিদ্ধান্ত ৭২ ঘণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রায় এক তৃতীয়াংশ আসনে চ্যালেঞ্জের মুখে ধানের শীষ
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ: কোন জেলায় কতজন টিকলেন
  • ২১ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের ৪ দিনের সফরসূচি ঘোষণা
  • ২১ জানুয়ারি ২০২৬