মেডিকেল ভর্তি আবেদন শেষ হচ্ছে কাল, বাড়বে না সময়

মেডিকেল ভর্তির আবেদন চলছে
মেডিকেল ভর্তির আবেদন চলছে  © ফাইল ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন আগামীকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) শেষ হচ্ছে। এরপর আর সময় বাড়ানো হবে না। গত ১০ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা)  অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন। তিনি মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আবেদনের সময় বাড়ানোর সম্ভাবনা নেই। এমন কোনও আলোচনাও হয়নি। এদিন পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৫৫৭ জন আবেদন করেছেন বলেও জানিয়েছিলেন তিনি।

এর আগে তিনি জানান, মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আগামী ১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিগগিরই মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত আসে আন্তঃমন্ত্রণালয়ের সভা থেকে। এ বছর এখনো আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়নি। তবে ভর্তি কমিটির সভায় ১ জানুয়ারি থেকে কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

May be an image of text

আরো পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরল পুরোনো সংকট, অনিশ্চিত জীবনে ৩ লাখেরও বেশি শিক্ষার্থী

অফলাইন-অনলাইন দুই ধরনের কোচিং সেন্টারই বন্ধ থাকবে জানিয়ে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন জানান, অনলাইনে কোনো কোচিং কার্যক্রম পরিচালনা করা যাবে না। পরীক্ষাও নেওয়া যাবে না। কারো বিরুদ্ধে অনলাইনে কোচিং করানোর অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ১৭ জানুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence