জরিপের ফলাফল

গুচ্ছ পদ্ধতি বহাল চান ৯৭ শতাংশ শিক্ষার্থী-অভিভাবক

১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের সমন্বিত বা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বহাল রাখার পক্ষে মত দিয়েছেন ৯৭ শতাংশ শিক্ষার্থী-অভিভাবক। তবে এ পদ্ধতির কিছু অসুবিধা উল্লেখ করে তা বাতিলের পক্ষে মত দিয়েছেন ৩ শতাংশ শিক্ষার্থী-অভিভাবক।

সোমবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচালিত এক জরিপ থেকে এ তথ্য পাওয়া গেছে। জরিপ পরিচালনা করেছে শিক্ষা বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল দ্যা ডেইলি ক্যাম্পাস।

জরিপে শিক্ষার্থী-অভিভাবকদের জিজ্ঞেস করা হয়, ‘জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়া চলমান থাকা উচিত? নাকি বাতিল হওয়া দরকার? এই জরিপে অংশগ্রহণ করেছেন ১৩ হাজার ৯৮৬ জন। এদের মধ্যে ১৩ হাজার ৪২৯ জনই গুচ্ছ ভর্তি পরীক্ষা বহাল রাখার পক্ষে মত দিয়েছেন। আর ৫৫৭ জন গুচ্ছ পদ্ধতি বাতিলের পক্ষে মত দিয়েছেন।

জরিপে অংশগ্রহণ করে সাদিকুর রহমান সাদাব নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘গুচ্ছ এর সমস্যা নিয়ে বিশেষজ্ঞ প্যানেল কাজ করুক। সমস্যা সমাধান হোক। ভেঙ্গে না যাক। মাথা ব্যথার সমাধান মাথাকেটে ফেলা নয়।’

মারিয়া রহমান নামে আরেক অংশগ্রহণকারী লিখেছেন, ‘ভর্তি পরীক্ষার জন্য ফরম তুলতেই যদি ২০-২৫ হাজার টাকা লাগে তাহলে পড়ালেখা কীভাবে করবে মানুষ ভাবা যায়? এইচএসসি শেষে আপনি যখন কোচিং-এ ভর্তি হবেন, অন্তত ১৫ হাজার টাকা সেখানে যাবে, বই কেনা, যাতায়াত খরচ তারপর যখন দেখবেন আপনি টাকার অভাবে সব ভার্সিটির ফরম-ই তুলতে পারছেন না, তখন কেমন লাগবে? এরপর সব ভার্সিটি আবার বিভাগীয় শহরে যদি পরীক্ষা না নেয়; আবার যদি নেয় ও তাহলে আপনার যাতায়াতের কী অবস্থা হবে? আপনি ভাবতে পারছেন আপনাকে কত জায়গায় পরীক্ষা দিতে হবে? এটা ভর্তি পরীক্ষার কোনো সিস্টেম হতে পারে? মেডিকেলের পরীক্ষা একসাথে হচ্ছে তাতে তো ডিএমসি এর মান কমে যায়নি, আর জিএসটি তে থাকলেই মান কমে যায়? হতে পারতো আরও ভার্সিটি জিএসটি এর মধ্যেই যাবে অথচ হলো কী..!শ্রেণি বৈষম্য আপনি এই দেশ থেকে কখনোই বাদ দিতে পারবেন না। সরকার বদলাক বা শাসন ব্যবস্থা আপনি মধ্যবিত্ত আপনি এভাবেই মরেন।’

মইনুল ইসলাম নামে একজন লিখেছেন, ‘বাতিল কী সমাধান? বাতিল না চেয়ে সংস্কারের প্রশ্ন তুলতে পারেন না? আপনারা তো মধ্যবিত্ত আর গরিব পরিবারের সন্তানদেরও বড় ভাই। গুচ্ছ ভেঙ্গে ফেলে এতো টাকা ফর্ম বাণিজ্য করার পথ আপনারা সুগম করে দিচ্ছেন না? এটা না করে সংস্কারের জন্য ছোটদের সাথে এক হয়ে দাবি জানাতে পারতেন।’

প্রসঙ্গত, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ, কুমিল্লা, খুলনাসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় জিএসটি গুচ্ছ ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

যশোরে ছয়টি আসনে প্রতীক পেলেন ৩৫ প্রার্থী
  • ২১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় চীনা প্রতিনিধিদলের পরিবেশবান্ধব চালকল প্রকল্পের সোলা…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটের ছয়টি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রতীক পেলেন যারা
  • ২১ জানুয়ারি ২০২৬
এনএসইউর শিক্ষার্থীদের জন্য তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি…
  • ২১ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের প্রবেশপত্র ফের ডাউনলোডের সুযোগ
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9