বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিসিএস প্রস্তুতি: নোবেল পুরস্কার ২০২৫ নিয়ে যা জানা জরুরি

নোবেল পদক
নোবেল পদক  © সংগৃহীত

নোবেল পুরস্কার বিশ্বের সর্বাধিক মর্যাদাসম্পন্ন পুরস্কারগুলোর একটি। প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। ইতোমধ্যে ২০২৫ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। গত ৬ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা দিয়ে এ যাত্রা শুরু হয়। সবশেষ সোমবার (১৩ অক্টোবর) ঘোষণা করা হয় অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।                      

নোবেল পুরস্কার প্রবর্তন করেন ধনাঢ্য সুইডিশ রসায়নবিদ ও উদ্যোক্তা আলফ্রেড নোবেল। মৃত্যুর আগে নিজের উইলে তিনি লিখে যান, তার সম্পদের বেশিরভাগ অংশ এমন ব্যক্তিদের দেওয়া হবে, যারা মানবজাতির জন্য বড় কোনো উপকার করেছেন।            

নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে মূলত তিনটি উপহার দেওয়া হয়। এর মধ্যে রয়েছে একটি স্বর্ণপদক, যা ১৮ ক্যারেট সবুজ সোনা দিয়ে তৈরি এবং ২৪ ক্যারেট সোনার প্রলেপে মোড়ানো। এছাড়া বিজয়ীকে নোবেল কমিটির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক সম্মাননাপত্র প্রদান করা হয়। সঙ্গে থাকে আর্থিক পুরস্কার। এ বছর মর্যাদাপূর্ণ এই পুরস্কারের অর্থমূল্য ধরা হয়েছে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (SEK)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৪ কোটি ১৯ লাখ টাকা (এক ক্রোনা সমান ১২.৯০ টাকা ধরে)। যদি একাধিক ব্যক্তি যৌথভাবে পুরস্কার পান, তবে এই অর্থ তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। 

প্রতি বছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি- এই ছয়টি ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। যারা নোবেল পুরস্কার জেতেন, তারা পান এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার।

চিকিৎসায় নোবেল: 

২০২৫ সালে চিকিৎসায় নোবেল পেয়েছেন কারা?
চলতি বছর চিকিৎসায় যৌথভাবে নোবেল পেয়েছেন ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি। 

ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি

চিকিৎসা বিজ্ঞানের কোন ক্ষেত্রে অবদান রাখায় এ বছর নোবেল পুরস্কার দেওয়া হয়েছে?
পেরিফেরাল ইমিউন টলারেন্স বা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালি নিয়ন্ত্রণকারী কোষগুলো কীভাবে নিজেদের টিস্যুকে আক্রমণ করা থেকে বিরত থাকে, সেই বিষয়ে গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।

বর্তমানে এ আবিষ্কারের ওপর ভিত্তি করে তৈরি সম্ভাব্য চিকিৎসা পদ্ধতির ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। গবেষকদের আশা, ভবিষ্যতে এই আবিষ্কার কাজে লাগিয়ে অটোইমিউন রোগ নিরাময় বা নিয়ন্ত্রণ করা যাবে। ক্যানসারের চিকিৎসায় আরও কার্যকর উপায় বের হবে। স্টেম সেল প্রতিস্থাপনের পর দেখা দেওয়া গুরুতর জটিলতাও এভাবে প্রতিরোধ করা সম্ভব হতে পারে।

এ বছর চিকিৎসায় নোবেলপ্রাপ্তরা কোন দেশের নাগরিক?
চিকিৎসায় নোবেলপ্রাপ্তদের মধ্যে মেরি ই ব্রুনকো ও ফ্রেড র‍্যামসডেল যুক্তরাষ্ট্রের এবং শিমন সাকাগুচি জাপানের নাগরিক। 

চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা করে কোন প্রতিষ্ঠান?
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা করে সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।

পদার্থবিজ্ঞানে নোবেল:

২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন কয়জন?
২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন ৩ জন।

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন কারা?
পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পেয়েছেন তিন মার্কিন বিজ্ঞানী। তারা হলেন জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস

ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস

পদার্থবিজ্ঞানে নোবেল পাওয়াদের পরিচয়: 
জন ক্লার্ক ১৯৪২ সালে যুক্তরাজ্যের কেমব্রিজে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন এবং বর্তমানে অধ্যাপনা করছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে।

মিশেল দেভরেট ১৯৫৩ সালে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন। তিনি পিএইচডি করেছেন ১৯৮২ সালে ফ্রান্সের প্যারিস-সুড বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

জন এম মার্টিনিসের জন্ম ১৯৫৮ সালে। তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে পিএইচডি সম্পন্ন করেছেন এবং সেখানেই অধ্যাপক হিসেবে রয়েছেন।

কোন প্রতিষ্ঠান থেকে তিন গবেষক পদার্থে নোবেল পেয়েছেন?
২০২৫ সালে নোবেল প্রাপ্তদের তিনজনই ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক।

কোন গবেষণার জন্য এ বছর পদার্থে নোবেল দেওয়া হয়?
বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং ও শক্তি পরিমাপ আবিষ্কারের জন্য এবারের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়। তারা এমন একটি বৈদ্যুতিক সার্কিটে পরীক্ষা-নিরীক্ষা করেছেন, যা হাতে ধরা যায়। সেই সার্কিটে তারা কোয়ান্টাম টানেলিং এবং শক্তির নির্দিষ্ট স্তর—দুটি বিষয়ই দেখিয়েছেন।

একমাত্র ব্যক্তি হিসেবে পদার্থবিজ্ঞানে দুইবার নোবেল পুরস্কার পেয়েছেন কে?
একমাত্র ব্যক্তি হিসেবে জন বারডিন দুইবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। 

পদার্থ বিজ্ঞানে নোবেল ঘোষণা করে কোন প্রতিষ্ঠান?
পদার্থ বিজ্ঞানে নোবেল ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স।

রসায়নে নোবেল:

২০২৫ সালে রসায়নে নোবেল পেলেন কারা?
চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন জাপানের কিউটো বিশ্ববিদ্যালয়ের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলির ওমর এম ইয়াঘি। 

সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম ইয়াঘি

কোন গবেষণার জন্য এ বছর পদার্থে নোবেল দেওয়া হয়?
২০২৫ সালে রসায়নে নোবেল বিজয়ীরা এমন অণুজাতীয় কাঠামো তৈরি করেছেন, যার মধ্যে বড় শূন্যস্থান আছে। এর মধ্য দিয়ে গ্যাস বা রাসায়নিক পদার্থ প্রবাহিত হতে পারে। এই কাঠামো মেটাল-অরগানিক ফ্রেমওয়ার্ক নামে পরিচিত। এর মাধ্যমে মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই অক্সাইড শোষণ, বিষাক্ত গ্যাস সংরক্ষণ বা রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করা যায়।

রসায়নে নোবেলপ্রাপ্তদের পরিচয়:
সুসুমু কিতাগাওয়ার জন্ম ১৯৫১ সালে জাপানের কিয়োটোতে। ১৯৭৯ সালে কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি অর্জন করেন। বর্তমানে তিনি কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত।

রিচার্ড রবসনের জন্ম ১৯৩৭ সালে যুক্তরাজ্যের গ্লাসবার্নে। তিনি ১৯৬২ সালে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এখন তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। 

ওমর এম. ইয়াগির জন্ম ১৯৬৫ সালে জর্দানের আম্মানে। তিনি ১৯৯০ সালে ইউনিভার্সিটি অব ইলিনয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

রসায়নে নোবেল ঘোষণা করে কোন প্রতিষ্ঠান?
রসায়নে নোবেল ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন।

সাহিত্যে নোবেল:

২০২৫ সালে সাহিত্যে কে নোবেল পেলেন? 
২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই।

লাসলো ক্রাসনাহোরকাই

লাসলো ক্রাসনাহোরকাইকে নোবেল পুরস্কার দেওয়ার কারণ:
নোবেল কমিটি জানিয়েছে, ‘ভয়ংকর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য’ এ বছর তাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়।

লাসলো ক্রাসনাহোরকাইয়ের লেখার বৈশিষ্ট্য কী?
ঔপন্যাসিক লাসলো ক্রাসনাহোরকাইয়ের লেখায় দীর্ঘ দীর্ঘ বাক্য ও অপ্রাকৃত বিষয়বস্তু থাকে।

ক্রাসনাহোরকাইয়ের প্রথম উপন্যাস কোনটি?
ক্রাসনাহোরকাইয়ের প্রথম উপন্যাস ‘সাতানটাঙ্গো’ (১৯৮৫) হাঙ্গেরির সাহিত্য জগতে আলোড়ন তোলে। সমাজতন্ত্রের পতনের প্রাক্কালে এক পরিত্যক্ত সমবায় খামারে বসবাসরত দরিদ্র মানুষের জীবনচিত্র উঠে এসেছে এতে। নিরাশা ও অনিশ্চয়তার বাস্তবতা তিনি তুলে ধরেছেন কাব্যময় গদ্যে, যা পরবর্তীকালে তার লেখার মূল বৈশিষ্ট্য হয়ে ওঠে। 

সাহিত্যে নোবেল ঘোষণা করে কোন প্রতিষ্ঠান?
সাহিত্যে নোবেল ঘোষণা করে রয়েল সুইডিশ একাডেমি।


শান্তিতে নোবেল পুরস্কার:

২০২৫ সালে শান্তিতে নোবেল পেয়েছেন কে?
২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। 

মারিয়া কোরিনা মাচাদো

মারিয়া কোরিনা মাচাদোকে শান্তিতে নোবেল দেওয়ার কারণ:
গত ১০ অক্টোবর মাচাদোকে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সংগত ও শান্তিপূর্ণ রূপান্তরের সংগ্রামের স্বীকৃতি হিসেবে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। নোবেল কমিটি জানিয়েছে, আলফ্রেড নোবেলের উইলে উল্লিখিত শান্তি পুরস্কার প্রার্থী নির্বাচনের তিনটি শর্তই পূরণ করেছেন মাচাদো। তিনি দেশের বিরোধী দলগুলোকে একত্রিত করেছেন, ভেনেজুয়েলার সমাজের সামরিকীকরণের বিরুদ্ধে তিনি কখনো ছাড় দেননি, শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের পক্ষে তিনি দৃঢ় সমর্থন দেখিয়েছেন।

শান্তিতে নোবেল পাওয়ার শর্ত কয়টি ও কী কী?
নোবেলের উইল অনুসারে, শান্তি পুরস্কার সেই ব্যক্তিকে প্রদান করা হবে যিনি পূর্ববর্তী বছরে ‘জাতিগুলির মধ্যে ভ্রাতৃত্ববোধের জন্য, স্থায়ী সেনাবাহিনীর বিলুপ্তি বা হ্রাসের জন্য এবং শান্তি কংগ্রেস আয়োজন ও প্রচারের জন্য সর্বাধিক বা সর্বোত্তম কাজ করেছেন।’

অর্থনীতিতে নোবেল:

২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পেলেন কারা?
এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন অর্থনীতিবিদ— জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। এই তিন অর্থনীতিবিদের মধ্যে অর্ধেক পুরস্কার পেয়েছেন জোয়েল মোকির। প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্তগুলো শনাক্ত করার জন্য তিনি পুরস্কার পেয়েছেন। ‘সৃজনশীল বিনাশ’ প্রক্রিয়ার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব দেওয়ার জন্য বাকি অর্ধেক পুরস্কার যৌথভাবে পেয়েছেন ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। রয়টার্সের তথ্যানুসারে, এই পুরস্কারের মূল্যমান ১২ লাখ ডলার। ১৯৯২ সালে প্রকাশিত একটি প্রবন্ধে তারা ‘সৃজনশীল বিনাশ’ নামে পরিচিত গাণিতিক মডেল তুলে ধরেন। নতুন ও উন্নত কোনও পণ্য বাজারে আসার পর পুরোনো পণ্য বিক্রি করা কোম্পানিগুলো কীভাবে পিছিয়ে পড়ে বা ক্ষতিগ্রস্ত হয়- সেটি এই তত্ত্বে দেখানো হয়েছে।

ফিলিপ আগিয়ো, জোয়েল মোকির ও পিটার হাউইট

অর্থনীতিতে কোন অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার দেওয়া হয়?
উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। 

নোবেলের উইল পত্রে না থাকার পরও কোন ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়া হয়? 
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অর্থনীতিতে নোবেলই একমাত্র পুরস্কার যেটি সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইল বা ইচ্ছাপত্রে (১৮৯৬) উল্লেখ ছিল না। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের অনুদানের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। এ কারণে সমালোচকেরা এটিকে ‘ভুয়া নোবেল’ বলেও অভিহিত করেন।

অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন প্রতিষ্ঠান?
অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করে রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

অর্থনীতিতে নোবেল প্রাপ্তদের জন্ম-পরিচয়: 

মোকিয়রের জন্ম ১৯৪৬ সালে নেদারল্যান্ডসে। ১৯৭৪ সালে তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক।

আগিয়োঁর জন্ম ১৯৫৬ সালে ফ্রান্সের প্যারিসে। ১৯৮৭ সালে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক।

হাউইটের জন্ম ১৯৪৬ সালে কানাডায়। তিনি ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক।


সর্বশেষ সংবাদ