দুপুর ১টায় মেডিকেল ভর্তির ফল ঘোষণা করবেন স্বাস্থ্যমন্ত্রী, জানবেন যেভাবে

আজ দুপুর ১টায় মেডিকেল ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করবেন স্বাস্থ্যমন্ত্রী
আজ দুপুর ১টায় মেডিকেল ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করবেন স্বাস্থ্যমন্ত্রী  © ফাইল ফটো

২০২১-২০২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ মঙ্গলবার (৫ এপ্রিল) বেলা ১টায়। এর মাধ্যমে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে কারা ভর্তি হতে পারবেন তা জানা যাবে। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৪এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধানের সাংবাদিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (https://result.dghs.gov.bd/mbbs/) থেকে জানতে পারবেন ভর্তিচ্ছুরা। এ ছাড়া যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হবেন, তাদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।

গত শুক্রবার (১ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে সকাল ১০টা থেকে ১১টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন।

অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৭৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ। এবার ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। এমবিবিএস পরীক্ষায় পাস নম্বর ৪০। এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় একই সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার খাতা দেখেছে।

আরো পড়ুন: যেভাবে জানা যাবে মেডিকেল ভর্তির ফল

এর আগে সোমবার (৪ এপ্রিল) বেলা ১২টার দিকে ফল প্রকাশ সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে বসেন আয়োজক কমিটির সদস্যরা। পরে এদিনই ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়। তবে কিছু জটিলতায় তা সম্ভব না হওয়ায় আজ মঙ্গলবার দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়।

এ প্রসঙ্গে জানতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব সোমবাার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা সোমবারই ফল প্রকাশ করতে চেয়েছিলাম। তবে আনুষাঙ্গিক কিছু কাজ শেষ করতে না পারায় আজ সেটি সম্ভব হয়নি। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।’


সর্বশেষ সংবাদ