জাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, এক ভর্তিচ্ছুর ৬ মাসের কারাদণ্ড

আসাদ মিয়া
আসাদ মিয়া  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আসাদ মিয়া নামের এক ভর্তিচ্ছুর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফট চলাকালে বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ থেকে তাকে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান জানান, অভিযুক্ত আসাদ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে জালিয়াতির অংশ নেন। পরে দায়িত্বরত শিক্ষক তাকে শনাক্ত করেন। পরে প্রক্টরিয়াল বডি খবর পেয়ে তাকে প্রক্টর অফিসে নিয়ে আসে। দণ্ডপ্রাপ্ত আসাদ মিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ধামরাই সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষে ভর্তি রয়েছেন।

আসাদ মিয়ার গ্রামের বাড়ি রংপুরের জেলার কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভূতছড়া এলাকায়। তার বাবার নাম মহির উদ্দিন। মাতার নাম আছিয়া বেগম।

এঘটনায় অভিযুক্ত আসাদ মিয়ার কাছ থেকে একটি আইফোন ও এটিএম কার্ড সদৃশ একটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। নিউমার্কেটে অবস্থিত একটি কোচিং সেন্টারের রাকিব নামে কোচিং শিক্ষকের কাছ থেকে এই ডিভাইস পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

‘সি’ ইউনিটের ৬০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৬০ নম্বরের এমসিকিউ-এর প্রশ্নের মধ্যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও আইকিউ প্রশ্ন হয়েছে। এছাড়া বাবা ১০০ নম্বরের মধ্যে বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসি জিপির ওপর দেয়া হবে। এই ইউনিটে সর্বমোট ৭৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence