শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও অদম্য শাহনাজের এগিয়ে চলা

২৫ অক্টোবর ২০২১, ১১:২৬ AM
অদম্য শাহনাজের এগিয়ে চলা

অদম্য শাহনাজের এগিয়ে চলা © সংগৃহীত

ভাগ্যের নির্মম পরিহাসে ছোটবেলা থেকে হাঁটতে পারেনা শাহনাজ আক্তার। নিজে হেঁটে কখনও স্কুল-কলেজে যেতে পারেনি। জন্ম থেকে অন্য দশজনের মতে হেসে-খেলে দৌঁড়াতে বা বেড়াতে যেতে পারেনি। সে অন্যদের চেয়ে আলাদা। ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি ছিল তার অদম্য আগ্রহ। হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে এবার অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে গুচ্ছ ভর্তি পরীক্ষায়।

মা নূরজাহানের অনুপ্ররণায় শাহনাজ আজ বিশ্ববিদ্যালয়ের পড়ার স্বপ্ন দেখে। মেয়ের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি।

গতকাল রবিবার অনুষ্ঠিত গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষার ‘খ’ ইউনিটের পরীক্ষায় অংশ নিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। কুমিল্লার লালমাই উপজেলার মেয়ে শাহনাজ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে পরীক্ষা দেন।

তিনি আমেনা বেগম গার্লস স্কুল থেকে ৪ দশমিক ৪৪ এবং লালমাই সরকারি কলেজ থেকে ৪ দশমিক ৭৫ জিপিএ পেয়ে কৃতকার্য হন। এবার অংশ নিয়েছেন গুচ্ছভিত্তিক সমন্বিত ভর্তি পরীক্ষায়। সকালে হুইল চেয়ারে বসে মাকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসেন এই শিক্ষার্থী। পরে স্বেচ্ছাসেবকদের সহয়তায় পরীক্ষা কক্ষে গিয়ে পরীক্ষা দেন।

পরীক্ষা শেষে কথা হয় শাহনাজের সঙ্গে। তিনি জনান, আমি ছোটবেলা থেকে হাঁটতে পারি না। আমি পড়াশোনা করতে চাই। পড়াশোনা করে আমার মতো পিছিয়ে থাকা শারীরিকভাবে অপূর্ণাঙ্গদের নিয়ে কাজ করতে চাই। আমার এতদূর আসার পেছনে সবচেয়ে বড় অবদান আমার মায়ের। আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা মা। মায়ের প্রবল প্রচেষ্টায় আমি এতদূর আসতে পেরেছি। ইচ্ছা থাকলে উপায় হয়।

শাহনাজের মা নূরজাহান জানান, ছোটবেলা থেকে শাহনাজ পড়াশোনায় খুবই মনোযোগী। প্রবল ইচ্ছায় সে এতদূর আসতে পেরেছে। পড়াশোনার প্রতি তার আগ্রহ দেখে আমি তাকে থামিয়ে দিইনি। সব সময় আশা করি, আমার মেয়ে ভালো কিছু করবে।

রাবিপ্রবির নতুন প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন
  • ২০ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনী ইশতেহারে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার…
  • ২০ জানুয়ারি ২০২৬
হাটহাজারীতে আগুনে পুড়ল বাজারের পাঁচ দোকান
  • ২০ জানুয়ারি ২০২৬
ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ২০ জানুয়ারি ২০২৬
কুমিল্লা থেকে নেয়া হচ্ছিল পিস্তল, পথে পুলিশের হাতে ধরা দুই…
  • ২০ জানুয়ারি ২০২৬
গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9