গুচ্ছের দ্বিতীয় ধাপে আবেদন করেছেন ১৩ হাজার শিক্ষার্থী

১০ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৩ PM
গুচ্ছের দ্বিতীয় ধাপে আবেদন করেছেন ১৩ হাজার শিক্ষার্থী

গুচ্ছের দ্বিতীয় ধাপে আবেদন করেছেন ১৩ হাজার শিক্ষার্থী © ফাইল ফটো

২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোট ১ এক লাখ ১৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে দ্বিতীয় ধাপে প্রায় ১৩ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। এ ধাপে তুলনামূলক আবেদন সংখ্যা কম হওয়ায় প্রাথমিক আবেদনে বাদ পড়া বিজ্ঞানের শিক্ষার্থীরা তৃতীয় ধাপের আবেদনে সুযোগ পাচ্ছেন।

গুচ্ছ কমিটি সূত্রে জানা গেছে, চূড়ান্ত আবেদনে মোট তিন ইউনিটের প্রায় ৯৪ হাজার শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করেনি। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ২ লাখ ৩ হাজার ৫১৪টি। এর মধ্যে বিজ্ঞানের জমা পড়েছে ১ লাখ ২ হাজার ৯৬০টি। আর মানবিকের ৬৭ হাজার ১১৭টি এবং বাণিজ্যের ৩৩ হাজার ৪৩৭টি।

এর আগে, গত বুধবার (০৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে প্রাথমিক আবেদন থেকে বাদ পড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের আবেদন শুরু হয়। আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে এ ধাপের আবেদনের সময় শেষ হবে। আর আগামীকাল শনিবার সকাল ১০টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।

এদিকে, দ্বিতীয় ধাপের আবেদনে প্রায় ২৯ হাজার শিক্ষার্থী সুযোগ পেলেও বঞ্চিত হচ্ছেন ৩৪ হাজার শিক্ষার্থী। আবেদন বঞ্চিত এসব শিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় শুরুর দিকে থাকা শিক্ষার্থীরা তৃতীয় ধাপে চূড়ান্ত আবেদনের সুযোগ পাবেন।

পড়ুন: তৃতীয় ধাপের আবেদনে সুযোগ পাচ্ছেন বিজ্ঞানের শিক্ষার্থীরা

এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রথম ধাপের চূড়ান্ত আবেদনে আমরা যেমন সাড়া পেয়েছিলাম দ্বিতীয় ধাপেও একইরকম সাড়া পাচ্ছি। শিক্ষার্থীরা আবেদন করছে না।

তিনি বলেন, আজকে সন্ধ্যা পর্যন্ত বিজ্ঞান বিভাগে মোট ১ এক লাখ ১৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে দ্বিতীয় ধাপে রয়েছে প্রায় ১৩ হাজার। আবেদন সংখ্যা কম হওয়া সেক্ষেত্রে তৃতীয় ধাপে বিজ্ঞানের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেয়া হবে। এ বিষয়ে আগামীকাল সকাল ১০টার পরে বিস্তারিত জানানো হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন করেছিলেন ৩ লাখ ৬০ হাজার ৪০৬ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগ অর্থাৎ ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৯৪ হাজার ৮৪১ জন শিক্ষার্থী, মানবিক বিভাগ অর্থাৎ ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৭ হাজার ৯৩৩ জন। বাণিজ্য বিভাগ ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ৫৭ হাজার ৬৩২ শিক্ষার্থী।

এরমধ্যে মানবিক ও বাণিজ্য বিভাগের সকলেই চূড়ান্ত আবেদনে অংশ নিতে পারলেও বিজ্ঞান বিভাগের ১ লাখ ৩১ হাজার ৯০৫ শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করতে পারবে বলে জানানো হয়েছিল। গত ২৫ আগস্ট চূড়ান্ত আবেদনের ফল প্রকাশ করা হয়।

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬