প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা ১২ আগস্ট, বিজ্ঞপ্তি দিয়ে জানাল কর্তৃপক্ষ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ মে ২০২১, ১০:৪২ AM , আপডেট: ২৭ মে ২০২১, ১০:৪২ AM
কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রকৌশল গুচ্ছের স্নাতক ভর্তি পরীক্ষা দুই মাস পিছিয়েছে।
আগামী ১২ জুনের পরিবর্তে ১২ আগস্টে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চুয়েট, কুয়েট ও রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটি।
বুধবার (২৬ মে) চুয়েট, কুয়েট ও রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://www.admissionckruet.ac.bd/) ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল আলম এবং সদস্য সচিব অধ্যাপক ড. মো. মইনুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার (২৫ মে) বিকেলে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্যদের নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল সভায় পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়। তবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যপ্রার্থীদের তালিকা পূর্ব নির্ধারিত তারিখেই অর্থাৎ আগামী ২ জুন প্রকাশ করা হবে।
সভা শেষে ভর্তি কমিটির সদস্য সচিব ও চুয়েটের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্যদের নিয়ে সভায় এ সিদ্ধান্ত হয়। তবে যোগ্যপ্রার্থীদের তালিকা পূর্বনির্ধারিত তারিখে অর্থাৎ ২ জুন প্রকাশ করা হবে।
এর আগে গত ২০ এপ্রিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে চুয়েট, কুয়েট ও রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটি। এতে বলা হয়েছিল, আগামী ১২ জুন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ গ্রুপের (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এবং সকাল ১০টা থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত ‘খ’ গ্রুপের ((ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এখন পরিবর্তিত তারিখ অনুযায়ী, আগামী ১২ আগস্ট পূর্ব ঘোষিত সময় অনুযায়ী প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।