জাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২০ জুন, বাড়ছে না আবেদন ফি

১৮ মে ২০২১, ০৬:০৬ PM
জাবি ক্যাম্পাস

জাবি ক্যাম্পাস © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরীক্ষার আবেদন শুরু হবে ২০ জুন, চলবে ৩১ জুলাই পর্যন্ত। জিপিএর ভিত্তিতে দুই ধাপে শিক্ষার্থী বাছাই না করে ভর্তি পরীক্ষা আগের নিয়মে নেয়া হবে। এছাড়া ভর্তি পরীক্ষার আবেদন ফিও আগের মতোই থাকবে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির ষষ্ঠ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান।

আরো পড়ুন জাবি ভর্তি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে ১৮ মে

তিনি বলেন, শিক্ষার্থী বাছাই করে দুই পর্বে ভর্তি আবেদনের বিষয়টি থাকছে না। ফলে গত বছরের প্রক্রিয়াতেই ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। করোনাভাইরাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভর্তি পরীক্ষার তারিখসহ সংশ্লিষ্ট পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

তিনি বলেন, ভর্তি পরীক্ষার ফি বাড়ানো হয়নি। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি আবেদনের যোগ্যতা হিসেবে শিক্ষার্থীদের জিপিএ কিছুটা বেশি চাওয়া হয়েছে।

এর আগে গত ২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির পঞ্চম সভায় জিপিএর ভিত্তিতে শিক্ষার্থী বাছাই করে সবমিলে এক লাখ আট হাজার শিক্ষার্থী জাবিতে ভর্তি পরীক্ষার সুযোগের পাশাপাশি আবেদন ফরমের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল।এ সিদ্ধান্তের আলোচনা-সমালোচনা শুরু হলে ১ মে কমিটি জরুরি সভা করে। পরে ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়ের সিদ্ধান্ত ১৮ ম’র সভায় চূড়ান্ত করা হবে বলে সেদিন রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবদুস সালাম মিঞা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬