কৃষিগুচ্ছে অংশ নিতে পারবেন আসন সংখ্যার ১০ গুণ

১৪ মার্চ ২০২১, ০৯:২৬ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

কৃষিগুচ্ছে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর আসন সংখ্যার ১০ গুণ শিক্ষার্থী ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে নির্ধারিত জিপিএ প্রাপ্ত সবাই আবেদনের সুযোগ পাবেন। আগামী ৩১ জুলাই কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রবিবার (১৪ মার্চ) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াস উদ্দীন মিয়া।

তিনি বলেন, গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যার ১০ গুণ শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার সুযোগ দেয়া হবে। আমরা চাইলেও সব শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার সুযোগ দিতে পারব না। আমাদের সেই সক্ষমতা নেই। আগামী ৪ এপ্রিল কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর একটি বৈঠক রয়েছে। বৈঠকে সব চূড়ান্ত করা হবে।

প্রফেসর গিয়াস উদ্দীন মিয়া আরও বলেন, আমরা এবারও আবেদন ফি এক হাজার টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে যারা আবেদন করার পর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন না তাদের ৭০০ টাকা ফেরত দেয়া হবে।

এর আগে গত ২ মার্চ বশেমুরকৃবির সিন্ডিকেট সভা মিলনায়তনে আগামী ৩১ জুলাই কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। আবেদনের ন্যূনতম যোগ্যতা এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ (চতুর্থ বিষয় ছাড়া) জিপিএ-৮ রাখা হয়েছে। তবে উভয় পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৩.৫ থাকতে হবে। পরীক্ষার সময় বেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে ছুরি দেখিয়ে ৩০ হাজা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ন গ্রুপ, আবেদন শেষ ৫ …
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে ১০২৭ জনের রোল ব্লকড
  • ২৭ জানুয়ারি ২০২৬
কুয়েট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য জরুরি নির্দেশনা
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারে হামলা, প্রথমবারের মতো মহাসমাবেশের ঘোষণা ম…
  • ২৭ জানুয়ারি ২০২৬